এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ৩৪ বছরের বাম আমলেও এমন সন্ত্রাস হয় নি, জানিয়ে দিলেন তৃণমূলেরই বিধায়ক

৩৪ বছরের বাম আমলেও এমন সন্ত্রাস হয় নি, জানিয়ে দিলেন তৃণমূলেরই বিধায়ক


এতদিন পঞ্চায়েত নির্বাচন ঘিরে শাসকদলের সন্ত্রাস নিয়ে সরব ছিলেন বিরোধীরা। তার প্রত্যুত্তরে শাসকদলের শীর্ষনেতৃত্ত্বের জবাব ছিল, বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই ‘সন্ত্রাসের’ মিথ্যা অভিযোগ তুলছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিতে এসে তথ্য দিয়ে জানিয়ে দেন কোনো সন্ত্রাস হয় নি, হলে বিরোধীরা এত মনোনয়ন দিত কি করে? উল্টে বিরোধীদের হাতে খুন হয়েছেন তৃণমূল কর্মীরা।

কিন্তু এবার শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কেন্দ্রের বিধায়ক আশিস চক্রবর্তী। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটগ্রহণের দিনের পরিস্থিতির কথা বলতে গিয়ে এক সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট বলেন, ৩৪ বছরের বাম আমলেও এমন সন্ত্রাস হয় নি! একদফায় পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণেই এত সন্ত্রাস হয়েছে বলেও তিনি দাবি করেন। প্রসঙ্গত, গত ১৪ মে, পঞ্চায়েতের ভোটগ্রহণের দিন, গড়বেতা ২ এবং ৩ নম্বর ব্লকে ব্যাপক হিংসার ছবি উঠে আসে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত। বেলা বাড়ার সাথে সাথেই কালো কাপড়ে মুখ ঢাকা একদল দুষ্কৃতী এলাকার দখল নেয়, সেইসময় শাসকদলের তরফে সমগ্র ঘটনার জন্য বিজেপির দিকে আঙ্গুল তোলা হয়। কিন্তু আজ শাসকদলের বিধায়কেরই এহেন মন্তব্যে রীতিমত শোরগোল পরে গেছে রাজ্য-রাজনীতিতে।

** সঙ্গের ছবিটি আশিসবাবুর উইকিপিডিয়ার পেজ থেকে সংগৃহিত

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!