এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্রেকিং নিউজ – মুকুল রায়ের সঙ্গে একান্ত বৈঠকের খেসারত, সাসপেন্ড হতে চলেছেন হেভিওয়েট বিধায়ক

ব্রেকিং নিউজ – মুকুল রায়ের সঙ্গে একান্ত বৈঠকের খেসারত, সাসপেন্ড হতে চলেছেন হেভিওয়েট বিধায়ক

প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – আজ বিকেলের দিকেই এক এক্সক্লুসিভ নিউজে আপনাদের জানাই যে গতকাল তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েট বিধায়কের সঙ্গে মুকুল রায়ের বৈঠক ঘিরে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে শাসকদল। শাসকদলের সর্বোচ্চ নেতৃত্ব প্রকাশ্যেই মুকুল রায়কে ‘গদ্দার’ বলে আখ্যা দিয়েছে এবং মুকুল রায়ের সঙ্গে সংস্রব রাখা যে কোনো দলীয় নেতাকেই কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু, এসবের তোয়াক্কা না করেই মুকুলবাবুর সঙ্গে একান্ত বৈঠক করেন কলকাতা সংলগ্ন ওই হেভিওয়েট বিধায়ক।

এরপরে, আজ তৃণমূলের জেলার কোর কমিটির বৈঠকে ওই হেভিওয়েট বিধায়ককে রাজ্যের দাপুটে মন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি ডাকলে তিনি ‘শরীর খারাপ’ ও ‘ব্যক্তিগত কাজ আছে’ বলে বৈঠকে যোগ দেন নি। তারপরেই গোপন সূত্রের খবরে জানা যায় ওই বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন মামলার নির্দেশ দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ওই বিধায়কের এক ঘনিষ্ঠ যুবনেতা অনুগামী জানান, বিধায়কের কাছে এই মামলার সব খবরই আছে এবং সেই মামলা আদতে নাকি ‘মিথ্যা মামলা’ হতে চলেছে। সুতরাং, সেই মামলা সরকারিভাবে হলেই তিনি তাঁর পরবর্তী পদক্ষেপের কথা সরকারিভাবেই জানাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুক্ষন আগে, সেই একই গোপন সূত্র থেকে জানা গেছে যে, মুকুলবাবুর সঙ্গে একান্তে বৈঠক করা ওই হেভিওয়েট বিধায়ককে এবার সাসপেন্ডের পথে হাঁটতে চলেছে শাসকদল। প্রথমে সাসপেন্ড করে, তারপরে তাঁর বিরুদ্ধে মামলা প্রকাশ্যে আনা হবে বলে ওই সূত্রটি জানিয়েছে। তবে এই নিয়ে আপাতত ওই হেভিওয়েট বিধায়ক বা মুকুলবাবুর সঙ্গে কোনো যোগাযোগ করা যায় নি। তবে, ওই হেভিওয়েট বিধায়ককে সাসপেন্ডের কথা দলীয় স্তরেই নাকি তীব্রভাবে ছড়িয়ে পড়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তাঁর অনুগামীরা তো বটেই রীতিমত ক্ষোভে ফুঁসছেন দলের এক বৃহত্তর বিক্ষুব্ধ গোষ্ঠী।

এমনকি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু সংশ্লিষ্ট নেতা ইতিমধ্যেই নিজেদের মধ্যে এক গোপন বৈঠক সেড়ে ফেলেছেন। যে বৈঠকের মূল নির্যাস হল, মুকুলবাবুর দেখানো পথেই দল সাসপেন্ড করার আগেই দলত্যাগ করুন ওই বিধায়ক। এমনিতেই ওই বিধায়কের কলকাতা সংলগ্ন এলাকাতে যা প্রতিপত্তি, তাতে তাঁকে যে কোন রাজনৈতিক দল লুফে নেবে। তিনিই একমাত্র বিধায়ক যিনি দলনেত্রীর বা দলের যুব সভাপতির ছবি না দিয়ে নিজের ছবিওয়ালা ফ্লেক্সে নিজের এলাকা মুড়ে দেওয়ার সাহস দেখিয়েছিলেন। এমনকি, দলে থেকেও দলের কিছু নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন – তাহলে এক্ষেত্রে দল যদি চরম পদক্ষেপ নিতে পারে, তার আগেই তিনি যেন কড়া পদক্ষেপ নিয়ে দেখিয়ে দেন। সবমিলিয়ে লোকসভার আগে ওই হেভিওয়েট বিধায়ককে ঘিড়ে ক্রমে জমে উঠছে বঙ্গ রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!