এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার কি মমতাজ বেগমের বিরুদ্ধেই খড়্গহস্ত হলেন উদয়ন গুহ? তীব্র জল্পনা শুরু তৃণমূলের অন্দরেই!

এবার কি মমতাজ বেগমের বিরুদ্ধেই খড়্গহস্ত হলেন উদয়ন গুহ? তীব্র জল্পনা শুরু তৃণমূলের অন্দরেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সবথেকে বড় বিড়ম্বনার কারণ তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। বর্তমানে প্রশান্ত কিশোরের নজরদারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা সত্ত্বেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হচ্ছে না কিছুতেই। এবার প্রকাশ্যেই দলের প্রাক্তন ব্লক সভাপতি এবং তার স্ত্রীয়ের বিরুদ্ধে আক্রমন করে বসলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

যার ফলে এলাকায় তৃণমূলের সংগঠনের গোষ্ঠী কোন্দল যেমন প্রকাশ্যে চলে এল, ঠিক তেমনই শাসকদল চরম অস্বস্তিতে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, নানা সময় নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসতে দেখা গেছে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। আর এবার দলের একাংশের বিরুদ্ধে যেভাবে প্রকাশ্য সভা থেকে সরব হলেন তিনি, তাতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় দিনহাটা নয়ারহাট তৃণমূলের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই নাম না করে প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীর এবং তার স্ত্রী তথা স্থানীয় পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগমের বিরুদ্ধে সরব হন উদয়ন গুহ। তিনি বলেন, “কমতে কমতে শুধু নয়ারহাটে এসে দাঁড়িয়েছেন। নয়ারহাটের সভায় আপনার থাকার সুযোগ আছে। বাইরের অঞ্চলে সভা করার সুযোগ নেই। সবাই যদি অনুপস্থিত থাকেন, তাহলে রাজনীতি করবেন কোথায়! কয়েকদিন আগে একটি মিটিং হয়েছে। সেখানে দলের পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। সেখানে তাদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই সভায় যে সমস্ত পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকবেন, তাদের আড়াই বছরের টাকার হিসেব দিতে হবে। তাই কোনো পঞ্চায়েত সদস্য সাহস করে আসেননি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই দলের বিধায়ক প্রাক্তন ব্লক সভাপতি এবং তার স্ত্রীয়ের বিরুদ্ধে নাম না করে এই ধরনের মন্তব্য করায় এলাকায় ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এলাকায় চরম আকার ধারণ করেছে! আর তাই প্রকাশ্য কর্মীসভা থেকে নাম না করে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে! কেন তারা এই সভায় আসেননি?

এদিন এই প্রসঙ্গে মীর হুমায়ুন কবীরের স্ত্রী তথা নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম বলেন, “আমাদের মিটিংয়ে ডাকা হয়নি।” অর্থাৎ তৃণমূল বিধায়ক যখন এদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তখন তাদের সভায় ডাকা হয়নি বলে পাল্টা বিধায়কের বক্তব্যকে খারিজ করে দিলেন মমতাজ বেগম। যাকে কেন্দ্র করে শাসকদল যথেষ্ট অস্বস্তিতে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে যদি এইভাবে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে, তাহলে বিজেপির মোকাবিলা কীভাবে করবে শাসকদল! যেভাবে প্রকাশ্য সভামঞ্চে থেকে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গেল এই তৃণমূল বিধায়ককে, তাতে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে শাসকদলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে দেবে বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূল নেতৃত্ব এই দ্বন্দ্ব বন্ধ করতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!