এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় কর্মী সম্মেলন থেকে বাদ হেভিওয়েট শুভেন্দু অনুগামী বিধায়ক, ক্রমশ জোরদার হচ্ছে জল্পনা!

দলীয় কর্মী সম্মেলন থেকে বাদ হেভিওয়েট শুভেন্দু অনুগামী বিধায়ক, ক্রমশ জোরদার হচ্ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে যত দিন যাচ্ছে, ততই জল্পনা বাড়তে শুরু করেছে। অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী নতুন দল গঠন করতে পারেন। এক্ষেত্রে যদি রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃণমূলের শীর্ষনেতা এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনড় তাহলে তা নিয়ে যে গোটা রাজ্য জুড়ে যে ব্যাপক অস্বস্তিতে পড়বে শাসকদল, তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর অনুগামী যে সমস্ত বিধায়করা রয়েছেন, তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এই পরিস্থিতিতে নিজের এলাকাতেই তৃণমূলের কর্মী সম্মেলন থেকে এক বিধায়কের নাম না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল শাসকদলের অন্দরে। সূত্রের খবর, 8 নভেম্বর পূর্ব মেদিনীপুরের কালনাতে শহর তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

যেখানে বক্তার তালিকায় জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা থাকলেও, আমন্ত্রণ পাননি কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। স্বভাবতই এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে‌। অনেকে বলছেন, এই বিশ্বজিৎবাবু শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত। তাই তাকে বাদ দিয়ে এই আমন্ত্রণপত্র তৈরি করে তাহলে কি পরোক্ষে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও দূরত্ব বাড়িয়ে দিল তৃণমূল জেলা এবং রাজ্য নেতৃত্ব!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য রাজনীতিতে এতদিন শুভেন্দুবাবুকে নিয়ে জল্পনা চলছিল। তবে তার অনুগামী কোনো বিধায়ককে এইভাবে সরাসরি এড়িয়ে যাওয়া হবেড় তা সত্যিই অনেকে কল্পনা করতে পারেননি। কিন্তু এবার যেভাবে বিশ্বজিৎ কুন্ডুকে নিয়ে চর্চা শুরু হল, তাতে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। বস্তুত, সাম্প্রতিককালে অমিত শাহ রাজ্যে আসার পর সেই শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পারেন বলে দাবি করেছিল একাংশ।

কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি। উল্টে শুভেন্দুবাবু জানিয়ে দিয়েছেন, তার মুখ থেকে কোনো কিছু না শুনে যেন কেউ তার সম্পর্কে কোনো বিভ্রান্তিমূলক বক্তব্য প্রেরণ না করেন। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীর এক অনুগামী তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর সভায় আমন্ত্রণ না জানানো নিয়ে ব্যাপক আশঙ্কা ঘনীভূত হতে শুরু করেছে।

তাহলে কি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী নিজের মত করে টিম গঠন করা শুরু করেছেন? আর তাই কি দলের কর্মী সম্মেলন থেকে বাদ পড়ে গেলেন কালনার তৃণমূল বিধায়ক! একাংশ বলছেন, মমতা বন্দোপাধ্যায়ের পর তৃণমূলের যদি কোনো জনপ্রিয় মুখ থাকে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। সেদিক থেকে এই তৃণমূল বিধায়কের রাজনৈতিক ভবিষ্যত এখন ক্রমশ প্রশ্নচিহ্নের মুখে পড়তে শুরু করল বলে দাবি করছেন একাংশের।

কেননা তিনি যদি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হন এবং সেই পরিপ্রেক্ষিতে সব নেতারা দায়িত্ব পেলেও, যদি তাকে ডাকা না হয়, তাহলে নিঃসন্দেহে এই বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে গোটা রাজ্য জুড়ে। আর সেই প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!