এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দায়িত্বজ্ঞানহীন লোকেরাই সব সময় কথা বলেন! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তৃণমূল মহাসচিব!

দায়িত্বজ্ঞানহীন লোকেরাই সব সময় কথা বলেন! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তৃণমূল মহাসচিব!


একদিকে করোনা পরিস্থিতি এবং অন্যদিকে ভয়াবহ দূর্যোগ। এই দুই অবস্থাকে সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে। কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে, তা নিয়ে প্রতিমুহূর্তে চিন্তায় রয়েছে রাজ্য। তার ওপর গোদের উপর বিষফোঁড়া হিসেবে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আগমন। যা মোকাবিলা করতে গিয়ে মাঝেমধ্যেই সরকারের দুর্বলতা প্রকাশ্যে আসায় তা নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

যার ফলে আরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আর বিরোধীরা রাজ্য সরকারকে লাগাতার আক্রমণ করায় এবার নাম না করে সেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে বিরোধীদের দায়ী করে তারা বাংলার মানুষদের অপমান করছেন বলে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমপানের ধ্বংস এবং করোনার মত মারণ রোগের মোকাবিলা করছে রাজ্য সরকার। 100 বছরে কোনো সরকার এমন রোগ এবং ঘূর্ণিঝড় এক সঙ্গে মোকাবিলা করেনি। কঠিন সঙ্কটের সময় সকলকে নিয়ে কাজ করতে চান মুখ্যমন্ত্রী। আর যারা বিতর্ক তৈরি করছেন, তারা বাংলার মানুষকেই অপমান করছেন। দায়িত্বজ্ঞানহীন লোকেরাই সব সময় কথা বলেন।” অর্থাৎ শিক্ষামন্ত্রীর এই কথাতেই স্পষ্ট যে তিনি বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে তাদের “দায়িত্বজ্ঞানহীন” বলে নাম না করে সরব হলেন।

এদিন পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্রের ঘাড়েই দোষ চাপাতে দেখা যায় তৃণমূল মহাসচিবকে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “নোট বাতিল, জিএসটি, লকডাউন প্রতিবার আচমকা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনাহীনতায় ভুগছে কেন্দ্র। তাই পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য কেন্দ্রকেই দায় নিতে হবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, করোনা থেকে আমপান, বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার তৎপরতা অবলম্বন করলেও, বিরোধীদের পক্ষ থেকে বারবার তাদের সমালোচনার শিকার হতে হচ্ছে। তাই এমতাবস্থায় সেই বিরোধীদের কোণঠাসা করতেই পার্থ চট্টোপাধ্যায় তাদের “দায়িত্বজ্ঞানহীন” বলে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করলেন বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!