এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীই নাকি ‘মিথ্যা ও বাজে কথা’ বলেন! প্রকাশ্যেই জানিয়ে দিলেন অনুব্রত!

তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীই নাকি ‘মিথ্যা ও বাজে কথা’ বলেন! প্রকাশ্যেই জানিয়ে দিলেন অনুব্রত!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বনাম বিজেপি রাজনৈতিক দ্বন্দ্ব চরমে পৌঁছে গেছে বলেই মনে করেছেন রাজনৈতীকবিদরা। সেখানে একে অপরকে সুযোগ পেলেই নানা কটাক্ষ বানে জর্জরিত করতে দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই নাম না করেই দিলীপ ঘোষকে ‘ভাইরাস’ বলে আক্রমণ করতে দেখা গিয়েছিল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে।

শুধু তাই নয়, সেইসঙ্গে বৃহস্পতিবার সিউড়িতে দিলীপ ঘোষের সভাস্থল তৃণমূলের মাধ্যমে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করা হয়েছে বলেও জানা যায়। যা নিয়ে আপাতত রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এরই মধ্যে আবারও জল্পনা বাড়িয়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীই নাকি ‘মিথ্যা ও বাজে কথা’ বলেন বলে প্রকাশ্যেই জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল।

বস্তুত, কিছুদিন আগে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী তথা মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বর্ধমানে একটি অনুষ্ঠানে নাম না করেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁকে উন্নয়নের কাজ করতে না দেওয়া এবং দলের পুরানো কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। এবার শুক্রবার কেতুগ্রামে দলের বুথভিত্তিক সম্মেলনে এসে মন্ত্রীর সেই অভিযোগকে অস্বীকার করতে দেখা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন অনুব্রত মণ্ডল বলেন, ‘উনি যা বলেছেন, মিথ্যা ও বাজে কথা’। তাঁর কথায়, ‘‘আমি সবাইকে নিয়ে চলি বলে মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রামে সংগঠন মজবুত আছে। বিজেপি দাঁত ফোটাতে পারবে না।’’ যদিও এখানে তৃণমূলের বর্তমান চর্চিত বিষয়, শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন ‘বিষয়টি রাজ্য নেতৃত্বের ব্যাপার’।

অন্যদিকে, সিদ্দিকুল্লাও এ দিন দাবি করেন, ‘‘আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, সে কথা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি। কে, কী বলল তাতে কিছু আসে যায় না।’’ বস্তুত, এ দিন দুপুরে কেতুগ্রাম ২ ব্লকের খারুলিয়া বিএড কলেজের মাঠে ওই সম্মেলনে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন। এছাড়া তাঁর সঙ্গে ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, কেতুগ্রামের বিধায়ক শেখ সাহানেওয়াজ, কেতুগ্রাম ১ ও ২ ব্লক তৃণমূল সভাপতি তরুণ মুখ্যোপাধ্যায় ও বিকাশ মজুমদার।

জানা গেছে, এদিন সীতাহাটি পঞ্চায়েতের ১৯টি, নিরোল ও কেতুগ্রাম পঞ্চায়েতের ১৩টি করে বুথ কমিটিকে ওই অনুষ্ঠানে ডাকা হয়। সেখানে প্রতিটি বুথ থেকেই ৪০ জন পুরুষ ও ২০ জন মহিলা কর্মী হাজির ছিলেন বলেও জানান হয়েছে। এদিন সম্মেলনের শুরুতেই অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিদের কাছ থেকে আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মতামত জানতে চান অনুব্রত মণ্ডল। সেইসঙ্গে কোথায় কত ভোটে দল পিছিয়ে আছে, কী ভাবে তা মোকাবিলা করা হবে তা নিয়েও আলোচনা করা হয় বলে জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!