এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় মতের বিরুদ্ধে মুখ খুলে জল্পনা বাড়ালেন হেভিওয়েট এই তৃণমূল সাংসদ

দলীয় মতের বিরুদ্ধে মুখ খুলে জল্পনা বাড়ালেন হেভিওয়েট এই তৃণমূল সাংসদ

সম্প্রতি সংসদের দুই কক্ষের জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। আর এরপরই কেন্দ্রীয় সিদ্ধান্তের ভূয়শী প্রশংসা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। তবে সাধারণ মানুষের তরফে যে প্রতিক্রিয়াই দেওয়া হোক না কেন, কেন্দ্রের এহেন পদক্ষেপের পরেই তার বিরোধিতা করতে দেখা যায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোকে।

কংগ্রেস, তৃণমূল জেডিইউ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সরব হয়েছে। আর এহেন একটা পরিস্থিতিতে দলের পক্ষ থেকে 370 ধারা অবলুপ্তি নিয়ে কেন্দ্রের বিরোধিতা করা হলেও এই ঘটনাটিকে সমর্থন করে কেন্দ্রের পাশে দাঁড়াতে দেখা গেল রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন টুইটারে এই তৃণমূল সাংসদ লেখেন, “বহু যুগের কমেডি অফ এরর আজ শোধরানো হল। জাতীয় জীবনের চাকাই হচ্ছে পরিবর্তন। আমরা অমর নই, তবে দেশ অমর। কাল নিয়ে ভাবা নয়, আজ এবং আগামী ভাবো।” আর তৃণমূল সাংসদের এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সর্বত্র তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 370 ধারা অবলুপ্তি নিয়ে গোটা ঘটনাটিকে অসাংবিধানিক বলে দাবি করে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। কিন্তু দলের সর্বাধিনায়কা এর বিরোধিতা করলেও রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় এই 370 ধারা বাতিলকে সমর্থন করায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

তাহলে কি দলের বিরুদ্ধে গিয়েই 370 ধারা অবলুপ্তির পক্ষে সওয়াল করে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন রাজ্যসভার এই তৃণমূল সাংসদ! তা নিয়েই এখন বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!