এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীর ভিডিও সামনে এনে বিজেপিকে বড়সড় মাত দেওয়ার পরিকল্পনা তৃণমূল সাংসদের, জোর শোরগোল!

প্রধানমন্ত্রীর ভিডিও সামনে এনে বিজেপিকে বড়সড় মাত দেওয়ার পরিকল্পনা তৃণমূল সাংসদের, জোর শোরগোল!


কথায় আছে, অর্থই নাকি অনর্থ ঘটায়। কিন্তু করোনা মহামারী মধ্যে এই অর্থকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার তরজা যে এতটা বৃদ্ধি পাবে, তা কল্পনা করা যায়নি। ভয়াবহ করোনা ভাইরাস মোকাবিলায় দেশ বর্তমানে লকডাউনে রয়েছে। আর এই লকডাউনের ফলে দীর্ঘদিন দেশের বিভিন্ন ক্ষেত্র বন্ধ থাকায় কিভাবে এই ভয়াবহ ভাইরাসের মোকাবিলা করা সম্ভব এবং কোথা থেকে পাওয়া যাবে অর্থ, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। এমত পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রের কাছে বাড়তি অর্থ দাবি করছে। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্য।

এদিকে বিভিন্ন রাজ্যের তরফ থেকে ক্রমাগত কেন্দ্রের কাছে অর্থনৈতিক দাবি-দাওয়া তৈরি হওয়ায় সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেই প্যাকেজের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় এতটাই আন্তরিক যে রাজ্যগুলোকে এই দুর্দিনে বিপুল প্যাকেজের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে।

কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হলেও, এবার এই সমস্ত কিছুকে ভাঁওতাবাজি বলে প্রমাণ করতে ময়দানে নামতে দেখা গেল তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে। যেখানে প্রধানমন্ত্রীর অতীতের বিভিন্ন বক্তব্যের ভিডিও তুলে ধরে গোটা ঘটনাকে ভিত্তিহীন বলার আপ্রাণ চেষ্টা করলেন তিনি বলে মত রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে একটি ভিডিও আপলোড করেন‌। যেখানে দেখা গেছে, প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরে বক্তব্য দিচ্ছেন। আর সেই বক্তব্যে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে 80 হাজার কোটি টাকার প্যাকেজের কথা। তবে শুধু জম্মু-কাশ্মীর নয়, দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে পরিকাঠামো উন্নয়নের জন্য 100 লক্ষ কোটি এবং বিহারের নির্বাচনের আগে সেখানে গিয়ে 50 হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধানমন্ত্রী বলে সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেরেক ও’ব্রায়েন এই কথা বলে প্রমাণ করতে চাইলেন যে, প্রধানমন্ত্রী অতীতে নানা জায়গায় এইরকম আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন। কিন্তু বাস্তবে তা কোনদিনই দেওয়া হয়নি। ফলে এবারেও করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করা হলেও তা দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে এই ভিডিও ট্যুইট করে বোঝানোর চেষ্টা করলেন ডেরেক ও’ব্রায়েন বলে মত ওয়াকিবহাল মহলের‌।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে বারবার আর্থিক প্যাকেজের দাবি করেছেন। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাকে সাহায্য করা হচ্ছে। যার ফলস্বরুপ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু অর্থ চান। কিন্তু সেই অর্থ কোথায় খরচ হচ্ছে, তা দেখাতে চান না। আর এই পরিস্থিতিতে এবার ভিডিও টুইট করে প্রধানমন্ত্রীর অতীতের নানা বক্তব্য তুলে ধরে কোনোটাতেই প্যাকেজ দেওয়া হয়নি বলে বিজেপিকে পাল্টা মাত দেওয়ার চেষ্টা করলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। এখন তৃণমূল সাংসদের এই বক্তব্যে গেরুয়া শিবির কতটা চাপে পড়ে, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!