এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জ্বলছে বাংলা! হিন্দি গানে উত্তাল নেচে ভিডিও পোষ্ট তৃনমূল সাংসদের! ক্ষোভে ফুটছে জনতা

জ্বলছে বাংলা! হিন্দি গানে উত্তাল নেচে ভিডিও পোষ্ট তৃনমূল সাংসদের! ক্ষোভে ফুটছে জনতা

 

রাজনীতিতে অনেক সময়ই শাসকের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে রোমের নীরোর কথা তুলে ধরে বিরোধীরা। অনেকেই বলেন, “রোম যখন জ্বলছিল, তখন নিরো বেহালা বাজাচ্ছিলেন। ঠিক তেমনই বাংলা যখন জ্বলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব নিয়ে ব্যস্ত আছেন।”

তবে সমালোচকদের সেই দাবি কতটা সত্যি, কথাটা মিথ্যে সেই বিতর্কে এখন না গেলেই ভালো হয়। কেননা বর্তমানে সত্যিই বাংলার ভয়াবহ অবস্থা। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে যাওয়ার পর তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করায় এখন তা আইনে পরিণত হয়ে গিয়েছে।

আর সেই আইনে পরিণত হয়ে যাওয়ার পরেই, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে বিভিন্ন মানুষ। ইতিমধ্যেই বাংলার বসিরহাট থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে উলুবেড়িয়া বিভিন্ন প্রান্তে কোথাও ট্রেন আটকে বিক্ষোভ, কোথাও স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া, আবার কোথাও বা বোমা বর্ষণের ঘটনা ঘটছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে ইতিমধ্যেই গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যত দিন যাচ্ছে, ততই সেই আন্দোলন ভয়াবহ আকার ধারণ করছে। কিন্তু এই পরিস্থিতিতে “ইয়াদ পিয়া কি আনে লাগি” গানে বশিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের উদ্দাম নৃত্য নানা প্রশ্ন তুলে দিচ্ছে।

ইতিমধ্যেই তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ তাঁর এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়েছে একাংশ। অনেকেরই প্রশ্ন, যখন বাংলা জ্বলছে, তখন তৃণমূল সাংসদের এই আনন্দ করা কি সাজে? অনেকে আবার সেই ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, “বসিরহাটের কি খবর! শুধু রেলের জন্য প্রস্তাব পেশ করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়!”

বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন বাংলার বিভিন্ন প্রান্তে ক্ষোভ-বিক্ষোভ ছড়াচ্ছে, তখন নুসরাত জাহানের এই ভিডিও পোস্ট করা খুব একটা ভালো লক্ষণ নয়। কেননা তৃণমূল সাংসদ ভালো মনে এই ভিডিও পোস্ট করতে চাইলেও, বাংলার এই উত্তপ্ত পরিস্থিতিতে তার এই ভিডিও পোষ্টে অনেকের মনেই অনেক প্রশ্ন উঠবে।

ফলে সেদিক থেকে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শান্তি স্থাপনের আহ্বান জানালেও, উত্তপ্ত রাজ্যে তৃণমূল সাংসদের এই নৃত্য সমালোচকদের সরব হওয়ার ব্যাপারটিকে অনেকটাই বাড়িয়ে দিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!