এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার দলীয় কর্মীকেই প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল পৌরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে, রিপোর্ট থানায়

এবার দলীয় কর্মীকেই প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল পৌরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে, রিপোর্ট থানায়

এবার শাসক দলের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তর 24 পরগনার হালিশহরে। আর যে ঘটনায় শাসক দলের দলীয় কোন্দলেরই গুঞ্জন পাওয়া যেতে শুরু করেছে। কিন্তু একজন ভাইস চেয়ারম্যান হয়ে তার দলেরই একজন দলীয় কর্মীর বিরুদ্ধে কেন হুমকি দেবেন?

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় ছিলেন না তৃনমূল পরিচালিত হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজা দত্ত। জানা যায়, চাকরি দেওয়ার নাম করে এক মহিলার কাছে বেশ কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু টাকা নিয়েও চাকরি দিতে না পারায় সেই মহিলা এই হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজা দত্তের কাছে সেই টাকা ফেরত চাইতে আসলে রাজাবাবু কিছু টাকা ফেরত দিলেও সব টাকা তাঁকে ফেরত দিতে পারেননি। আর এরপরই সেই মহিলা রাজা দত্তের বিরুদ্ধে কলকাতার একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই এলাকা ছেড়ে গা ঢাকা দেন সেই রাজা দত্ত। এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় না থাকায় এবং কাজকর্ম শিকেয় ওঠায় সেই রাজা দত্তের 4 নম্বর ওয়ার্ডের সমস্ত কাজকর্ম দেখছিলেন স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস পাল। কিন্তু হঠাৎই রাজা দত্ত ফের এলাকায় ফিরলে গত 12 ই জানুয়ারি তিনি দেবাশিস পালকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

এমনকি এই ব্যাপারে দেবাশিস পাল স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও জানান। আরে এতেই ফের চরম অস্বস্তিতে পড়েন সেই হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজা দত্ত। কেন রাজাবাবু তাঁকে হুমকি দিলেন? এদিন এই প্রসঙ্গে সেই হালিশহরের 4 নম্বর ওয়ার্ডের কাজকর্ম দেখা দেবাশিস পাল বলেন, “রাজা দত্ত দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতে সাধারণ মানুষের পরিষেবা মূলক কাজকর্ম আমিই দেখভাল করেছি। সেই কাজ যাতে না করি এদিন সেই কারণে ডেকে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। খুব আতঙ্কের মধ্যে রয়েছি।”

অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সেই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজা দত্ত। এদিন তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিকভাবে হেয় করতেই আমার নামে এসব অভিযোগ করা হচ্ছে।”

কিন্তু একজন কাউন্সিলরের অনুপস্থিতিতে যদি একজন দলীয় কর্মী সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কাজকর্ম করেন তাহলে কেন সেই কাউন্সিলারের হুমকির মুখে পড়তে হবে তাঁকে? তাহলে কি এবার সেই রাজা দত্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেবে দল?

এদিন এই প্রসঙ্গে হালিশহর পৌরসভার চেয়ারম্যান তথা হালিশহর তৃণমূলের সভাপতি অংশুমান রায় বলেন, “দেবাশিস দলের সক্রিয় কর্মী। কোনো একটা কারণে ভাইস চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাই ওই ওয়ার্ডের কাজকর্ম দলীয় কর্মী হিসেবে দেবাশিসই দেখভাল করত। কিন্তু ভাইস চেয়ারম্যান আসার পর ও আর সেই কাজ করত না। তারপরও ভাইস চেয়ারম্যান তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাব।”

সব মিলিয়ে এবার ভাইস চেয়ারম্যান অনুপস্থিতিতে এলাকায় পরিষেবামূলক কাজ করায় সেই ভাইস চেয়ারম্যানেরই হুমকির মুখে পড়তে হল শাসকদলের এক সাধারণ কর্মীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!