এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল সভাপতি খুনে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ কর্মীদের

তৃণমূল সভাপতি খুনে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ কর্মীদের

গত সপ্তাহে বর্ধমানের আউশ গ্রামের বিল্বগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল বন্দোপাধ্যায় আততায়ীর আক্রমনে মৃত্যু হয়। এরপরে বেশ কয়েকদিন সময় অতিক্রান্ত। এদিন আউশগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থাণ্ডার মৃত নেতার বাড়িতে গিয়ে উপস্থিত হন। আর এতেই উত্তেজিত হয়ে ওঠে এলাকার স্থানীয় মানুষজন। এলাকার বিধায়ক স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত গোস্বামীকে সাথে নিয়ে মৃত নেতার বাসভবনে গিয়েছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তারপরেই স্থানীয় দলীয় সমর্থকেরা আগত দুই নেতাকে উদ্দেশ্য করে সওয়াল করেন যে এতদিন তাঁরা কোথায় ছিলেন। একইসাথে ঐ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা এখনও পুলিশের জালে ধরা না পড়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করলেন। পরিস্থিত হাতের বাইরে চলে যেতে দেখে আগত দুই তৃণমূল কংগ্রেস নেতা এদিন মৃত উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে মাত্র কয়েক মিনিট থেকেই সেখান থেকে চলে যান। কিন্তু তাঁরা চলে যাওয়ার পরে স্থানীয় মানুষ জন আরও ক্ষেপে ওঠে। সূত্র মারফত জানা গিয়েছে এই অঞ্চলের মানুষকে শান্ত করতে এদিনই সন্ধ্যে বেলা তৃণমূল কংগ্রেসের আউশগ্রামের পর্যবেক্ষক তথা বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল আউশগ্রাম ১-এর সমস্ত দলীয় পদাধিকারীদের তলব করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!