এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাগরিকপঞ্জি ইস্যুতে গন্ডগোল থামাতে নয়া কৌশল তৃণমূলের, জেনে নিন বিস্তারিত

নাগরিকপঞ্জি ইস্যুতে গন্ডগোল থামাতে নয়া কৌশল তৃণমূলের, জেনে নিন বিস্তারিত

 

সংসদে জাতীয় নাগরিকপঞ্জি বিল পাস হওয়ার পর থেকেই তা আইনে পরিণত হয়ে যাওয়ায়, এখন রাজ্যজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে এই বিলের বিরোধিতা করে কোথাও বাস ভাঙচুর, আবার কোথাও বা স্টেশন পুড়িয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। আর বেছে বেছে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এই বিক্ষোভ চরম আকার ধারণ করায়, এলাকাগুলিতে প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।

শাসকদলের অভিযোগ, সংখ্যালঘুদের একাংশকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে। বিরোধীদের পক্ষ থেকে কৌশলগতভাবে তৃণমূলকে হেনস্থা করার জন্যই রাজ্যে এই অশান্তি করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে শান্ত রাখতে এবং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখতে রাস্তায় নামছেন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার বিকেল চারটায় মেটিয়াবুরুজের বটতলায় সভা করার কথা ডায়মন্ডহারবারের এই তৃণমূল সাংসদের।

বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ডায়মন্ডহারবারের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এই নাগরিকপঞ্জি বিলের বিরুদ্ধে নানা অশান্তির ঘটনা লক্ষ্য করা গিয়েছে। আর এই পরিস্থিতিতে এলাকাতে শান্ত রাখতে এবং বিরোধীরা যাতে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল না তুলতে পারে, তার জন্যই নিজের সংসদীয় ক্ষেত্রের একটি এলাকা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পথে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে একাংশ।

তবে নিজের সংসদীয় ক্ষেত্রের মেটিয়াবুরুজ এলাকা থেকে তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি শান্তি স্থাপনে পথে নামলেও তা কতটা কার্যকরী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!