এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের প্রতিষ্ঠা দিবসে নাগরিকত্ব দিবস পালন, বছরের প্রথম দিনে তৃণমূলের ভুরি ভুরি কর্মসূচি, জেনে নিন বিস্তারিত

দলের প্রতিষ্ঠা দিবসে নাগরিকত্ব দিবস পালন, বছরের প্রথম দিনে তৃণমূলের ভুরি ভুরি কর্মসূচি, জেনে নিন বিস্তারিত


 

গুটি গুটি পায়ে এবার 21 বছর পূর্ণ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 1998 সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় রাজ্যের বর্তমান শাসকদল। যার পর অনেক পথ চলতে হয়েছে তাদের। অবশেষে 2011 সালে লক্ষ্য পূরণ করে রাজ্যের ক্ষমতায় বসেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও প্রতিবছর ইংরেজি নববর্ষ পয়লা জানুয়ারিতে মহাসমারোহে জন্মদিবস পালন করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে।

তবে এবার 2020 র জানুয়ারিতে তৃণমূলের জন্মদিবস একটু অন্যভাবে পালন করা হবে। বর্তমানে কেন্দ্রের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে রাস্তায় নেমেছে গোটা তৃণমূল দল। জেলা থেকে শুরু করে রাজধানী কলকাতায় প্রায় প্রতিদিনই পদযাত্রায় সামিল হতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর নেত্রীর ঘোষণা মতই আগামী পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস “নাগরিকত্ব দিবস” হিসেবে পালন করা হবে। দলের পতাকা উত্তোলন, শহীদ বেদীতে ফুল দেওয়া, রক্তদান, শীতবস্ত্র প্রদান সহ নানা আয়োজনের পাশাপাশি বিজেপি বিরোধী প্রচার হবে মূল লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ, দলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রচার করে বছরের প্রথম দিন থেকেই বিজেপি বিরোধী লড়াইয়ের ডাক দিতে চাইছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বারবার বিজেপি নেতাদের গলায় শোনা গেছে, সারাদেশে এনআরসি করা হবে। পাশাপাশি সংসদের দুই কক্ষের পর রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাওয়ায় আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী। আর এর প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমে সেই আইন বাতিলের দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আওয়াজ তুলেছেন, তিনি থাকতে কোনোভাবেই এনআরসি করতে দেবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এনআরসি বিরোধী কথা সাধারণ মানুষের মনে সাহস যুগিয়েছে। তাই এই পরিস্থিতিতে বিজেপির বিরোধিতার এই ইস্যুকে ছেড়ে দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। আর তাই এবার বছরের প্রথম দিন দলের জন্মদিনে নাগরিকত্ব দিবস পালন করে বিজেপির বিরুদ্ধে নিজেদের আওয়াজকে সপ্তমে পৌঁছে দিতে চাইছে ঘাসফুল শিবির বলে মত ওয়াকিবহাল মহলের।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ধর্মের নামে বিজেপি মানুষকে ভাগাভাগি করতে চাইলেও, বাংলা তা মেনে নেবে না। রাজ্যের সমস্ত বিষয়ে বিজেপি বিরোধী প্রচার নিয়ে মানুষের কাছে তিনি দলের সকলকে পৌঁছতে বলেছেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অন্যান্য কর্মসূচির সঙ্গে নাগরিক দিবস পালন করা হবে। নাগরিক দিবসে আমাদের প্রধান উদ্দেশ্য, রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর অভয়বাণী পৌঁছে দেওয়া। নাগরিকত্ব নিয়ে বিজেপির বিপদজনক উদ্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলাই আমাদের প্রধান কাজ।”

আর পার্থবাবুর এই কথা থেকেই স্পষ্ট যে, তৃণমূল নিজেদের দলের জন্মদিন থেকেই বিজেপির বিরুদ্ধে আরও তেতেফুড়ে ময়দানে নামতে চলেছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!