এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ >  নতুন দায়িত্ব পেতেই পুরনো সভাপতি ঘনিষ্ঠদের কোণঠাসা করার অভিযোগ! নতুন অশান্তি তৃণমূল সংসারে

 নতুন দায়িত্ব পেতেই পুরনো সভাপতি ঘনিষ্ঠদের কোণঠাসা করার অভিযোগ! নতুন অশান্তি তৃণমূল সংসারে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি অর্পিতা ঘোষকে সরিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি করা হয়েছে কংগ্রেস থেকে আগত বিধায়ক গঙ্গারামপুরের গৌতম দাসকে। এককালে এই জেলায় শেষ কথা বলতেন বর্তমান বিজেপি নেতা বিপ্লব মিত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষ পরাজিত হওয়ার পর বিপ্লববাবুর উপর ক্ষিপ্ত হয়ে তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব যায় অর্পিতা ঘোষের কাঁধে। তারপর থেকে বেশ ভালই চলছিল দক্ষিণ দিনাজপুর জেলা।

কিন্তু সম্প্রতি অর্পিতা ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ রাজ্যের কাছে জমা পড়েছিল বলে খবর। যার পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে দায়িত্ব দেওয়া হয়। অপেক্ষাকৃত তরুণ মুখ গৌতমবাবু জেলা সামলাতে কতটা সক্ষম হবেন, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। তবে নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই কমবে বলে মনে করা হয়েছিল। কিন্তু সভাপতি বদল হতেই আবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়ের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তৃণমূলের একটি যোগদানের কর্মসূচির আয়োজন করা হয়‌। কিন্তু সেখানে আমন্ত্রণ পাননি লিপিকাদেবী। যার ফলে অনেকেই আশঙ্কা করছেন যে, প্রাক্তন তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তিনি কার্যত বেপাত্তা করে দেওয়ার চেষ্টা করছেন বর্তমান জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস? কিন্তু কেন এমনটা হল? তিনি দায়িত্ব নেওয়ার পর যেখানে আশা করা হয়েছিল, সকলকে নিয়ে চলবেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলাকে ঐক্যবদ্ধ করার জন্য দায়িত্ব দিলেন গৌতম দাসের উপর, সেখানে তিনি দায়িত্ব নেওয়ার পরেও জেলা পরিষদের সভাধিপতির গড়ে অনুষ্ঠান হল, অথচ লিপিকা রায় অনুপস্থিত?

এই প্রসঙ্গে লিপিকা দেবী বলেন, “আমি জানি না আমাকে কেন ডাকেনি। ডাকলে অবশ্যই জেতাম। বাড়ির পাশে এমন দলীয় কর্মসূচিতে ডাক না পেয়ে একটু অবাক লাগছে।” কেন তাকে ডাকা হল না? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, “বেলবাড়িতে যোগদান কর্মসূচিতে লিপিকা রায়কে ডাকা হয়নি। ঘটনার কথা আমি শুনেছি‌। যারা এই কাজ করেছেন খুব অন্যায় করেছেন। এরকম ঘটনা কোনোভাবেই বরদাস্ত করবে না। আমি লিপিকা রায়ের সঙ্গে কথা বলব, যাতে তিনি অভিমান না করেন। যাতে কোনোভাবে দ্বন্দ্ব তৈরি না হয়, সেই বিষয়ে নজর দেব।” তবে এই ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি যে কথাই বলুন না কেন, পরিস্থিতি যে ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে এবং জেলা সভাধিপতি দলের অনুষ্ঠানে উপস্থিত না থাকায় দ্বন্দ্ব যে ক্রমশ বাড়তে শুরু করেছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!