এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রভাবশালী তৃণমূল নেতা দলত্যাগের সিদ্ধান্ত নিতেই চুক্তিভঙ্গের অভিযোগ কংগ্রেস থেকে আসা নেতার

প্রভাবশালী তৃণমূল নেতা দলত্যাগের সিদ্ধান্ত নিতেই চুক্তিভঙ্গের অভিযোগ কংগ্রেস থেকে আসা নেতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যেন ওলটপালটের খেলা শুরু হয়েছে। সেখানে একদিকে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদ ছাড়ার পর তাঁর ঘনিষ্ঠ একাধিক নেতা মন্ত্রীকে যেমন পদ থেকে সরানো হচ্ছে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা, তেমনই অন্যদিকে নতুন করে ঘর সাজাতে তৃণমূল উঠে-পড়ে লেগেছে বলেই বলতে শোনা গেছে বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে প্রভাবশালী তৃণমূল নেতার দলত্যাগের সিদ্ধান্তের পরে চুক্তি ভঙ্গের অভিযোগ করতে শোনা গেছে কংগ্রেস থেকে আসা এক নেতাকে। যা নিয়ে আপাতত রাজ্য রাজনীতি সরগরম হয়ে আছে বলেই মনে করা হচ্ছে।

বস্তুত, তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার পুরসভার বিদায়ী বোর্ডের চেয়ারম্যান আশিস দত্তের দল ছাড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে, পুরসভার চেয়ারম্যান নিয়ে দলীয় চুক্তি ভঙ্গ করাতেই দল পরের পুরভোটে জিতলে আশিসবাবুকে আর চেয়ারম্যান করত না এমনিই জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। আর সেখানে দলের টাউন ব্লক সভাপতি তথা পুরসভার আরএক প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়কেই চেয়ারম্যান করে দল পরের পুরভোটে লড়তে পারে বলেই জল্পনা শোনা যাচ্ছিল।

আপনার মতামত জানান -

আর এখানেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে, সম্ভবত এটা বুঝতে পেরেই আশিসবাবু দল ছাড়ার কথা বলেছেন। যদিও অন্যদিকে আশিসবাবু ওই চুক্তির কথা মানতে চাননি বলেই জানা গেছে। সেখানে এতদিন চুপ থাকার পর বৃহস্পতিবার প্রথম শহরের ভাঙাপুলে দলের টাউন ব্লক অফিসে দীপ্তবাবু সংবাদিকদের মুখোমুখি হন।

সেখানে তাঁকে বলতে শোনা গেছে, ২০১৪ সালে পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে আশিসবাবু লিখিত চুক্তি ভঙ্গ করেছিলেন। কিন্তু চুক্তি ভাঙলেও তিনি তাঁর বিরুদ্ধে দলের কাছে বা সংবাদমাধ্যমে এতদিন কোনও অভিযোগ করেননি। আর দলও যে সেটা ভালো করে জানে, সেই কথাও এদিন জানান তিনি। তাঁর কথায় আশিসবাবু চুক্তি রক্ষা করেননি।

উল্টে তিনি দলের সমালোচনা করে দল ছাড়ার কথা বলছেন বলেই অভিযোগ করেছেন দিপ্তবাবু। তাঁর কথায়, আশিসবাবু দল ছেড়ে গেলেও দলের তাতে কিছু যায় আসে না। যেহেতু পুরভোটের এখনও অনেক দেরি আছে, তাই পরের পুরভোটে দল জিতলে কে পুরসভার চেয়ারম্যান হবে সেটা দলই ঠিক করবে বলেই জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তাঁকে চেয়ারম্যান করে দল পরের পুরভোট লড়বে এটা এখনই বলাটা ঠিক নয় বলেই জানান তিনি। অন্যদিকে, দীপ্তবাবুর এই অভিযোগকে মানেননি আশিষবাবু। তাঁর পাল্টা দাবি, পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে যে চুক্তির কথা বলা হচ্ছে তা ঠিক নয়। কারণ এ ধরনের কোনও চুক্তিই নাকি হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে আলিপুরদুয়ার পুরসভার ভোটে পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে বামেরা আটটি এবং তৃণমূল ও কংগ্রেস দুজনেই ছ’টি করে ওয়ার্ড পায়। তবে দীপ্তবাবু তখন কংগ্রেসে থাকেলও, দীপ্তবাবু ছাড়াও কংগ্রেসের ছ’জন কাউন্সিলারের মধ্যে তাঁর স্ত্রী রুমা চট্টোপাধ্যয় ও শ্যালক শান্তনু ভৌমিক ছিল।

এরপর বোর্ড গঠনের দিন কংগ্রেস কাউন্সিলরদের অনুপস্থিতিতেই বামেরা পুরসভায় বোর্ড গঠন করে বলে জানা যায়। সেখানে বামেদের বোর্ড গঠনের একবছর পর ২০১৪ সালে দীপ্তবাবু সহ কংগ্রেসের ছ’জন কাউন্সিলরই তৃণমূলে যোগ দেন। আর তখনই তৃণমূলের তৎকালীন জেলা নেতৃত্বের উপস্থিতিতে দলীয় চুক্তি হয় বলে জানা গেছে।

সেই চুক্তি অনুসারে ঠিক হয়, প্রথম একবছর চেয়ারম্যান হবেন আশিসবাবু ও পরের তিনবছর দীপ্তবাবু চেয়ারম্যান থাকবেন। এখানে দীপ্তবাবুর অনুগামীদের অভিযোগ, আশিসবাবু নাকি সেই চুক্তিই পরবর্তীতে মানেননি। অন্যদিকে তিনি দল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। সেইসঙ্গে জল্পনা বাড়িয়ে তিনি বলেন যে, শুভেন্দু অধিকারী যে দলে যাবেন তিনিও সেই দলে যাবেন।

যদিও বুধবার আশিসবাবুর বিষয়ে নরম মনোভাব নিয়েই কথা বলতে দেখা গেছে দলের জেলা সভাপতি মৃদুল গোস্বামীকে। এদিন এই বিষয়ে তিনি বলেন, দল কাউকেই হারাতে চায় না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি যতই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন না কেন, দলের অন্দরে যে কোন্দল ভালোমতোই শুরু হয়েছে, এই ঘটনা সেই কথাই আবারও বলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!