এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে পুলিশের দ্বারস্থ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, অস্বস্তি শাসকশিবিরে

তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে পুলিশের দ্বারস্থ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, অস্বস্তি শাসকশিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মন্ত্রীকে মারধর, ত্রাণ সামগ্রী লুটপাটের অভিযোগে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে এসপির কাছে গেলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। প্রসঙ্গত গত কিছুদিন আগে সন্দেশখালিতে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সন্দেশখালি যাবার পথে মন্ত্রী, তাঁর গাড়িচালক ও তাঁর সচিবকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ত্রাণ সামগ্রী লুটপাট করে নেওয়ার অভিযোগও উঠেছে। এ বিষয়ে সরাসরি তিনি অভিযোগ করেছেন সন্দেশখালির ব্লক তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের বিরুদ্ধে।

গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ করেছেন যে, পুলিশের কাছে তিনি এ বিষয়ে অভিযোগ করেছিলেন। কিন্তু চারদিন পরেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে গতকাল বসিরহাটের এসপি অফিসে গিয়েছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে তিনি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করেছেন। তিনি জানিয়েছেন, ত্রাণ নিয়ে যাবার সময় তাঁকে ও তাঁর লোকজনকে পুলিশের সামনেই মারধর করেছেন শেখ শাহজাহানের লোকেরা। কিন্তু পুলিশ এখনও শাহজাহানের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি অভিযোগ করেছেন, এই ধরনের নেতা থাকার কারণেই বদনাম হচ্ছে দলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান, ত্রাণ দিতে যাবার সময় তাঁকে ও তাঁর লোকজনকে পুলিশের সামনে শেখ শাহজাহানের লোক মারধর করেছে। কিন্তু পুলিশ এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অভিযোগ করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এজন্য বাধ্য হয়ে তিনি বসিরহাটের এসপির কাছে এসে অভিযোগ জানালেন। এই সমস্ত নেতা-দুষ্কৃতীরা কলুষিত করছে তৃণমূলকে।

এ বিষয়টি তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন যে, সিদ্দিকুল্লা চৌধুরী হলেন তাঁদের দলের পুরোনো সৈনিক। যে সমস্যাই হোক না কেন, তা বসে মিটিয়ে নেবেন তাঁরা। এ প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান জানিয়েছেন যে, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চান না। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে কুলাঙ্গার বলে কটাক্ষ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!