প্রভাবশালী তৃণমূল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ বিজেপির বিরুদ্ধে! ক্রমশ উত্তাল হচ্ছে বর্ধমান তৃণমূল বর্ধমান রাজনীতি রাজ্য January 27, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে ক্রমশই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ। মারামারি, ধস্তাধস্তি, গোলাগুলি, বোমাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনা রাজ্য জুড়ে বাড়ছে, বাড়ছে তীব্র আতঙ্ক। আগামী বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে অধিক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই আবহে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সঞ্জিত ঘোষকে হত্যা করা হলো। এই ঘটনায় তাঁর পরিবার ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপিকে। তবে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এই ঘটনার জন্য বিজেপি দায়ী করেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে। নিগন গ্রামের তৃনমূলের বুথ সভাপতি সঞ্জিত ঘোষের অকস্মাৎ মৃত্যুতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মৃত সঞ্জিত ঘোষের পিতা সাগর ঘোষ অভিযোগ করেছেন যে, বিজেপির কাটোয়ার সাধারণ সম্পাদক এর নেতৃত্বে তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সাগর ঘোষ আরও অভিযোগ করেছেন যে, গত সোমবার নিগন গ্রামে বিজেপির এক সভা মঞ্চ থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, জেলার সাধারণ সম্পাদক শিশির ঘোষ, বেবোল ঘোষ প্রমুখরা উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন। একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এই নেতারা। তাঁদের এই বক্তব্যের পরই হত্যা করা হয়েছে তাঁর ছেলে সঞ্জিত ঘোষকে। তিনি জানিয়েছেন যে, নিগন গ্রামে বিজেপি ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। তাঁর ছেলের নেতৃত্বে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এ কারণেই বিজেপি নেতারা তাঁর ছেলেকে এভাবে হত্যা করেছে। তবে, এই ঘটনা প্রসঙ্গে কাটোয়া জেলা বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষ জানিয়েছেন যে, নিগন গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন মৃত সঞ্জিত ঘোষ সেই এলাকার একজন সমাজবিরোধী, দুষ্কৃতী হিসেবে পরিচিত। এলাকার মানুষের উপর অত্যাচার করেছেন তিনি। বিজেপি নেতার এই বক্তব্যকে দৃঢ়ভাবে অসম্মতি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরী জানিয়েছেন যে, আর কত মিথ্যা কথা বলতে পারে বিজেপি? নিগন গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোন ঘটনাই ঘটেনি। প্রকাশ্যে দিনের আলোয় হত্যা করা হয়েছে সঞ্জিত ঘোষকে। তিনি জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত বিজেপির সদস্যরা কখনোই বাঁচতে পারবে না। সঞ্জিত ঘোষ মৃত্যুর পূর্বে অভিযুক্তদের নাম বলে গেছেন। এরপূর্বেও এদের সঙ্গে ঝামেলা বেধেছিল সঞ্জিত ঘোষের। সেসময় পুলিশের হস্তক্ষেপে ঝমেলা মেটে। পুলিশ প্রশাসনের উপরে তাঁরা সম্পূর্ণ আস্থা রাখছেন। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি খুনের রাজনীতি করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। সঞ্জিত হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। আপনার মতামত জানান -