এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নেত্রী, জেনে নিন

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নেত্রী, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতির রণাঙ্গনে দলবদলের পালা চলছে। সেখানে তৃণমূল থেকে অনেক নেতা মন্ত্রীরই দল ছাড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে বিজেপিতে যোগদান করে তাঁরা নিজেদের উষ্মা প্রকাশ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। সেখানে তৃণমূলে তাঁরা যোগ্য সন্মান পাচ্ছেন না বলেই জানিয়েছেন।

অন্যদিকে, পিকের নির্বাচনী প্রচারের ঘটনা নিয়েও অভিযোগ উঠেছিল। অন্যদিকে, শুভেন্দু অধিকারী ঘটনায় ইতিমধ্যেই জল্পনা এখনও কমেনি। সেখানে দলের একাধিক নেতা মন্ত্রী যাঁরা নাকি তাঁর অনুগামী হিসেবে পরিচিত, তাঁরা দলবদল করছেন কিনা বা করতে পারেন কিনা, তাঁরা কার সঙ্গে দেখা করছেন সেইসব খবর রাখা হচ্ছে হলেও জানা গিয়েছিল।

আপনার মতামত জানান -

যদিও সেখানে তাঁরা দল ছাড়বেন এমনটা ভাবা হলেও তাঁদের ছাড়াও একাধিক তৃণমূলের নেতা-কর্মীদের দল ছাড়ার ঘটনা চোখে পড়েছে। সেখানে কেউকেউ আবার নানা অজুহাতে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না বলেই জানা গিয়েছিল। যদিও এরই মধ্যে দলবদলের ঘটনা ঘটেছে বনগাঁতে। জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্য রতন ঘোষ নিজের পদ থেকে পদত্যাগ করে বুধবার জেলাশাসককে চিঠি দিয়েছিলেন।

এরপরই তিনি বিজেপিতে যোগ দেন। আর যারপর তাঁর বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ এনেছে তৃণমূল। তবে বিজেপিতে যোগের কারণেই তাঁকে এই অভিযোগ দেওয়া হয়েছে বলেই মনে করছেন বিরোধীরা। তবে এই ঘটনা কাটতে না কাটতেই গতকাল জেলা তৃণমূলের প্রাক্তন সম্পাদক সোনা চট্টোপাধ্যায় দুর্গাপুরের প্রান্তিকার দলীয় কার্যালয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এদিন দেবেশবাবু বলেন, “কংগ্রেসের পুরোনো নেতা-কর্মীরা দলে ফিরতে শুরু করেছেন। সোনা চট্টোপাধ্যায় দলে আসায় সংগঠন আরও মজবুত হবে।” যদিও সোনা চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, তৃণমূলে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না, তাই তিনি কংগ্রেসে ফিরে এসেছেন।

তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান “সোনার উচ্চাকাঙ্খা পূরণ হয়নি বলেই কংগ্রেসে ফিরে গেলেন।” তবে যেখানে বিরোধীরা ইতিমধ্যেই নিজেদের দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে, সেখানে তৃণমূলের এই ভাঙ্গণ আসন্ন নির্বাচনে তাদের কাছে বড় চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!