এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > “তৃণমূলের নেতারা পঞ্চায়েতের টাকা ঝেড়ে ছেলে-মেয়েদের বাইরে পড়ায়” বিস্ফোরক দিলীপ

“তৃণমূলের নেতারা পঞ্চায়েতের টাকা ঝেড়ে ছেলে-মেয়েদের বাইরে পড়ায়” বিস্ফোরক দিলীপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ডায়মন্ড হারবারের ঘটনা এখনও স্তিমিত হয়নি। সেখানে এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় বিজেপির প্রতিবাদ মিছিল করতে দেখা গিয়েছিল। তবে এরই মধ্যে দিলীপ ঘোষকে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি হুমকি দিতে শোনা গিয়েছিল।

সেখানে ঘটনার পর ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি বলছি পেটান, ততটাই পেটান যতটা পরে সহ্য করতে পারবেন। লাল ডায়েরিতে সব লিখে রাখছি। সুদ সমেত ফেরত দেব আমরা। বদল হবে, বদলাও হবে।” আর সেই নিয়েও রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি।

তবে সেই ঘটনার মধ্যেই আবারও হুমকি দিতে শোনা গেছে তাঁকে। সম্প্রতি দিলীপ ঘোষ দাঁতন ও মোহনপুরের বিভিন্ন এলাকায় নানা প্রকল্পের উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে যান। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছেন বলেও জানা গেছে।

এদিন তিনি বলেন, “তৃনমূলের আমলে ভাই, ভাইপো, নেতাদের উন্নয়ন হয়েছে। এখন চোর, ডাকাত সব তৃণমূলে। এই চোরের রাজত্ব শেষ করতে হবে। সিপিএমের শয়তানগুলো টিএমসিতে গিয়ে ঢুকেছে। এই লুটেরার সরকারের পরিবর্তন করতে হবে। দিদিমণির দিন এবার শেষ হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, তৃণমূল নেতাদের ছেলে-মেয়েদেরও এবার তিনি হুমকি দিতেও ছাড়লেন না বলেই জানা গেছে। বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ ঘোষ শুক্রবার রাতে নিজের লোকসভা এলাকা দাঁতনে সভা করেন। আর সেখানেই তিনি বলেন, “তৃণমূলের যত নেতা আছে, পঞ্চায়েতের টাকা ঝেড়ে ছেলে-মেয়েদের বাইরে পড়ায়।”

তাঁর কথায়, “সেই সব রাজ্যে আমাদের সরকার আছে। আমি যদি একটা ফোন করে ঠিকানা পাঠিয়ে দিই, কোনও ছেলে মেয়ে বাড়ি ফিরবে?” সেইসঙ্গে তাঁর এই মন্তব্যে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বলেও জানা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল বিধায়ক বিক্রম প্রধান তীব্র প্রতিবাদ করেছেন বলেও জানা গেছে।

এদিন তিনি বলেন, “এতদিন সংসদ সদস্য আমাদের দলের নেতাদের কেটে দেব, মেরে দেব, মাটিতে পুঁতে দেব বলে হুমকি দিচ্ছিলেন। এবার ছোট ছোট ছেলেমেয়েদেরও ছাড়লেন না।” তাঁর কথায়, দিলীপ ঘোষের এই বক্তব্যে যে সব পরিবারের ছেলেমেয়েরা ভিন রাজ্যে পড়তে গিয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়বে বলেই আশঙ্কা প্রকাশ পেয়েছে। সেইসঙ্গে তাঁরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করছেন বলেও জানান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!