এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > তৃনমূলের পুরোনো কর্মীদের জন্য সুখবর আনলেন শুভেন্দু, জেনে নিন বিস্তারিত

তৃনমূলের পুরোনো কর্মীদের জন্য সুখবর আনলেন শুভেন্দু, জেনে নিন বিস্তারিত


এবারের লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের ভরাডুবি হওয়ার পাশাপাশি বাঁকুড়া জেলার দুটি লোকসভা কেন্দ্র বাঁকুড়া এবং বিষ্ণুপুরও হাতছাড়া হয়েছে শাসকদলের। যেখানে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা। আর দলের এই ভরাডুবির পরই সংগঠনকে সাজাতে বাঁকুড়া জেলায় দলের পর্যবেক্ষক থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে।

বস্তুত, 2015 সাল পর্যন্ত এই বাঁকুড়ার দায়িত্বে ছিলেন শুভেন্দুবাবু। সেই খাতিরে তিনি এই জেলার সঙ্গে পরিচিত। আর তাই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বাঁকুড়া জেলার সংগঠনের দায়িত্ব পেয়েই জেলায় এসে পুরনো কর্মীদের কাছে টেনে নেওয়ার কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শালতোড়ায় তৃণমূলের সালমা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কাজল মন্ডলের মৃত্যু হয়। এদিন তার বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সান্ত্বনা জানিয়ে দলীয় ভাবে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। আর তারপরই দুপুরে বাঁকুড়া জেলার সার্কিট হাউসের দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাত করে শালতোড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শুভেন্দু অধিকারী বলেন, “এটা আমার চেনা জায়গা। আমি ঠিক সংগঠনটাকে সাজিয়ে নেব।”

আর এরপরই পাবড়া মোড়ের জনসভা থেকে দলের পুরোনো কর্মীদের অভিমান ঘুচিয়ে সামনে আসার আহ্বান জানান বাঁকুড়া জেলা তৃণমূলের এই পর্যবেক্ষক। তিনি বলেন, “যারা ভুল বুঝে চলে গিয়েছেন তাদের সামনে ফিরিয়ে আনুন। তাদের বোঝান যে বিজেপি দলটা কেমন! সিপিএমের ভোট বিজেপিতে গিয়েছে। আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে। হিংসা, অত্যাচারের বিরুদ্ধে আপনারা সকলে রুখে দাঁড়ান। আগামী বিধানসভা নির্বাচনে আমরা ফের 200 র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সিপিএম থেকে তৃণমূলে আশা নেতারাই প্রথম সারিতে থাকায় অনেক জায়গায় পুরনো দুর্দিনে তৃণমূলের সাথীরা ক্ষিপ্ত হয়েছেন। আর তাই বেশ কিছু জায়গায় এই কারণেই শাসক দলের ভরাডুবি হয়েছে। তবে সেই পুরনো দিনের কর্মীদেরই এবার সামনে নিয়ে আসার আহ্বান জানিয়ে বিধানসভা নির্বাচনের জন্য লড়াই করার আগাম বার্তা দলীয় কর্মীদের দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। তবে এই ব্যাপারে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

এদিন এই প্রসঙ্গে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, “তৃণমূল দলটা এখন কর্পূরের মত উড়ে যাচ্ছে। জেতা তো দূর অস্ত, আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত এই দলটার অস্তিত্বই থাকবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।”

সব মিলিয়ে বাঁকুড়া জেলায় ভরাডুবির পর দলের সংগঠনের দায়িত্ব হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে দিলেও শেষ পর্যন্ত বাঁকুড়ায় নিজেদের পক্ষে সমর্থন নামতে পারেন কিনা শুভেন্দুবাবু এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!