এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের পর্যবেক্ষক পদ উঠে গেলেও, ঘুরপথে কি মহা-পর্যবেক্ষক পদে বসে গেলেন অভিষেক? উঠছে প্রশ্ন

তৃণমূলের পর্যবেক্ষক পদ উঠে গেলেও, ঘুরপথে কি মহা-পর্যবেক্ষক পদে বসে গেলেন অভিষেক? উঠছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দলের সাংগঠনিক বৈঠকে জেলা পর্যবেক্ষক পদ তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশকিছু রাজ্য স্তরের হেভিওয়েট নেতা বিভিন্ন জেলার পর্যবেক্ষক হয়ে সেখানকার সংগঠন মজবুত করার দায়িত্বে ছিলেন। কিন্তু সেই প্রবণতাকে বন্ধ করে প্রতিটি জেলার পর্যবেক্ষক‌ পদটাই তুলে দেওয়া হয়েছে। যার ফলে অনেকটাই চাপে পড়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

একাধিক জেলার দায়িত্বে থাকা শুভেন্দুবাবুকে বসিয়ে দিতে তৃণমূলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে সমালোচক মহল। অনেকে আবার বলেছেন, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সংগঠনের জোয়ার আনতে শুভেন্দু অধিকারীকে লোকসভা ভোটের পরবর্তী সময়ে একাধিক দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে শুভেন্দু অধিকারীর গুরুত্ব বাড়িয়ে দেওয়া হলে, তিনি অনেকটাই প্রভাব বিস্তার করতে পারেন।

তাই সেই সমস্ত দিক মাথায় রেখে জেলা পর্যবেক্ষক পদ তুলে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই সমস্ত দায়িত্ব বকলমে তুলে দিলেন তৃণমূল নেত্রী বলে মনে করছে একাংশ। কিন্তু সত্যিই কি তাই? পরোক্ষে কি তাহলে জেলা পর্যবেক্ষক পদ তুলে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই গোটা রাজ্যের বিভিন্ন জেলার সংগঠন দেখার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি অন্য কোনো নেতা নয়, নিজের পরিবার থেকেই তৃণমূলের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে চাইছেন তৃণমূল নেত্রী!‌

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখন তা নিয়েই দলের অন্দরে তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, কলকাতায় বসে থেকেই এখন বিভিন্ন জেলা স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়ালের সিস্টেমের মাধ্যমে বৈঠক করা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকছেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। ইতিমধ্যেই হুগলি, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা সম্পন্ন হয়েছে অভিষেকবাবুর।

আর এই ঘটনাতেই কার্যত পরিষ্কার যে, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষক পদ তুলে দিয়ে অন্য কোনো নেতা নয়, বরঞ্চ নিজের ভাইপোর হাতেই যে আগামী দিনে দলের দায়িত্ব তুলে দিতে চাইছেন, আর তার ফলেই যে তাকে কলকাতায় থেকে বিভিন্ন জেলার দায়িত্ব নিতে মাঠে নামিয়ে দিলেন তিনি, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। বিশেষজ্ঞরা বলছেন, দলের সমস্ত খুঁটিনাটি বিষয় এখন থেকে জেনে নিতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই কলকাতা থেকে বিভিন্ন জেলার খোঁজখবর নিয়ে সংগঠনের মূল দায়িত্ব নিজের হাতে রাখতে চাইছেন তিনি।

যার ফলে তৃণমূলের অন্দরে অনেকেই বলা শুরু করেছেন, “পর্যবেক্ষক” পদ তুলে দেওয়া হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন “মহা পর্যবেক্ষক”। স্বাভাবিক ভাবেই এখনও পর্যন্ত দলের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতির দায়িত্বে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই যে দলের সেকেন্ড ইন কম্যান্ড, তা বুঝতে বাকি নেই কারোরই। কিন্তু তার কাঁধে সমস্ত দায়িত্ব দিয়ে যেভাবে সংগঠন সামলানোর চেষ্টা হচ্ছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দায়িত্ব পালনে কতটা সক্ষম হন এবং দলের স্বপক্ষে সাফল্য আনতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!