এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির লোকসভার প্রতিশ্রুতি বাস্তবে কোথায়? পালের হাওয়া ঘোরাতে আসরে তৃণমূলের হেভিওয়েট নেতা!

বিজেপির লোকসভার প্রতিশ্রুতি বাস্তবে কোথায়? পালের হাওয়া ঘোরাতে আসরে তৃণমূলের হেভিওয়েট নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী তরজা ক্রমশ বাড়ছে। এবার নারায়নী রেজিমেন্ট গঠনকে কেন্দ্র করে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে কড়া ভাষায় আক্রমণ করলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়। যে ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার জেলায় শাসক-বিরোধী তরজা মারাত্মক আকার ধারণ করেছে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের কোচবিহার লোকসভা আসনকে নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছিল।

তৃণমূলের প্রাক্তন যুবনেতা নিশীথ প্রামাণিক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে সেই কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। আর এরপর থেকেই সেই জেলায় কোনঠাসা হতে শুরু করে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার সেখানকার বিজেপি সাংসদের বিরুদ্ধে প্রকল্প রূপায়ণ না করার অভিযোগ তুলে তাকে কড়া ভাষায় আক্রমণ করে ময়দানে নেমে পড়লেন সেখানকার প্রাক্তন সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়।

সূত্রের খবর, মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূলের কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। যেখানে নরেন্দ্র মোদি সরকারের নানা প্রতিশ্রুতি পালন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককেও কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় পার্থবাবুকে। এদিন তিনি বলেন, “ছয় মাসের মধ্যে নারায়নী রেজিমেন্ট হবে বলা হয়েছিল। কিন্তু তা হয়নি। রাজবংশী ভাষাকে কেন এখনও কেন্দ্রীয় স্তরে স্বীকৃতি প্রদান করা হল না! শুধুমাত্র প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের জন্য বিজেপি পরিকল্পনা করে। রাজবংশীদের জন্য ওরা কোনো পরিকল্পনা গ্রহণ করেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পঞ্চানন বর্মার নামে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন স্থাপন করা হচ্ছে না, জেপি নাড্ডার জবাব চাই। ভোটের আগে তা করুন। তাহলে আমরা ভাবব, রাজবংশীদের প্রতি দরদ রয়েছে।” আর এরপরই কোচবিহারে বিমানবন্দর স্থাপন নিয়ে স্থানীয় সাংসদ নিশীথ প্রামানিককে কটাক্ষ করেন পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “কোচবিহার বিমানবন্দরের সব পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। কিন্তু এখনও বিমান চালু হয়নি। এমপি একটি বিমান নিয়ে এসেছিলেন। কিন্তু সেটি দীর্ঘদিন থেকে পরে উড়ে যায়।”

স্বাভাবিকভাবেই প্রতিশ্রুতি দেওয়া কেন্দ্রীয় প্রকল্পগুলো কেন কোচবিহারের মাটিতে বাস্তবায়িত হল না, তা নিয়ে জেলা তৃণমূল সভাপতি প্রশ্ন করায় এখন কিছুটা হলেও চাপে পড়ল ভারতীয় জনতা পার্টি। এদিন পার্থপ্রতিম রায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে বিজেপি যখন তৃণমূলের ওপর চাপ বাড়াচ্ছে, তখন কোচবিহারের মাটিতে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন না হওয়া নিয়ে বিজেপির উপর পাল্টা চাপ বাড়ানো শুরু করল তৃণমূল কংগ্রেস। যার ফলে ভারতীয় জনতা পার্টি কিছুটা হলেও বেকায়দায় পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে জেলা তৃণমূল সভাপতির প্রশ্নের উত্তরে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!