এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আগুনে পুড়ল তৃণমূলের কার্যালয়, জোর চাপানউতোর রাজ্যে

আগুনে পুড়ল তৃণমূলের কার্যালয়, জোর চাপানউতোর রাজ্যে

এবার রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত হয়ে গেল শাসক দলের দলীয় কার্যালয়। আর যে ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল বাঁকুড়ার 10 নম্বর ওয়ার্ডের স্কুলডাঙ্গার সুকান্ত স্ট্যাচু সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, শনিবার গভীর রাতে এইখানে শাসক দলের দলীয় কার্যালয়ে আগুন দেখতে পান এলাকাবাসী।

আর এই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন শাসক দলের স্থানীয় নেতৃত্বরা। অভিযোগ, কার্যালয়ের ভেতরে থাকা দলীয় পতাকা সহ বেশ কিছু কাগজপত্র পুড়ে গিয়েছে। কিন্তু ঠিক কে বা কারা এই আগুন লাগালো তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শাসক দলের তরফে এই ঘটনায় এক বিরোধী দলের দিকে অভিযোগের আঙুল তুললে অনেকেই এটাকে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই অভিহিত করছেন। এদিকে এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে একটি অনুষ্ঠান ছিল।

দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমাদের কর্মী-সমর্থকরা সেখানে চলে আসে। আসলে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। তাই আমাদের অফিসে আগুন লাগানো হয়েছে। আমরা এর প্রতিবাদে বাঁকুড়ায় একটি মিছিল করব।” সব মিলিয়ে এবার শাসক দলের দলীয় কার্যালয় পুড়ে যাওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা বাঁকুড়ায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!