এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলকে জেতাতে এবার নয়া কর্মসূচি নিচ্ছে পি কে, জেনে নিন

তৃণমূলকে জেতাতে এবার নয়া কর্মসূচি নিচ্ছে পি কে, জেনে নিন


লোকসভা নির্বাচনে 42 এ 42 এর ডাক দিলেও অবশেষে 22 টিতে আটকে পড়া তৃণমূল কংগ্রেস ফলাফল পর্যালোচনায় উপলব্ধি করেছে যে, তাদের জনসংযোগ ঠিকমত কার্যকর হয়নি। দলের নেতাকর্মীদের একাংশের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে না মেশার প্রবনতার ফলেই যে তাদের এই ফলাফলের সম্মুখীন হতে হয়েছে, তা বুঝতে পেরেই ভোটগুরু বলে পরিচিত প্রশান্ত কিশোরকে নিজের দলের রননীতিকার হিসেবে নিয়োগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই প্রশান্ত কিশোর এবং তার টিম তৃণমূলের জনসংযোগ ফেরাতে “দিদিকে বলো” কর্মসূচি নেওয়ার নির্দেশ দেয় গোটা তৃনমূল দলকে। যে কর্মসূচি মোতাবেক তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা প্রথম পর্বে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি অভাব-অভিযোগ পৌঁছে দেওয়ার কথা জানান।

দেওয়া হয় ফোন নম্বর। যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সাধারন মানুষ আবার জনগণের প্রতি তাদের ভরসা ফিরে পাচ্ছেন বলে দাবি ঘাসফুল শিবিরের। আর প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে কিছুদিন আগেই তৃণমূল ভবনে রাজ্যের সমস্ত জেলার বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি এবং টাউন সভাপতিদের ডেকে সেই “দিদিকে বলো” কাজ শুরু করার নির্দেশ দেয় তৃণমূল।

কিন্তু দলের নেতাকর্মীরা অনেক জায়গাতেই সেই কাজ করতে পারছে না বলে অভিযোগ এসেছিল। আবার অনেক জায়গাতেই কাজ হচ্ছে বলেও জানা গিয়েছিল। কিন্তু এবার আর তৃণমূল দলের নেতাকর্মীদের ওপর ভরসা না করে সরাসরি তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে ময়দানে নামতে চলেছেন প্রশান্ত কিশোরের টিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তি যাতে স্বচ্ছ হয়ে মানুষের কাছে উপস্থাপিত হয়, তার জন্য এবার সরাসরি প্রশান্ত কিশোর তাঁর টিমকে ময়দানে নামাতে চলেছেন। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘুরে প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা সাধারণ মানুষের মতামত নিয়ে একদিকে যেমন দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দেবেন, আবার অন্যদিকে রাজ্যের কোন জায়গায় কোন তৃণমূল নেতার প্রতি মানুষ ক্ষুব্ধ, সেই তৃণমূল নেতার বদলে নতুন মুখ আনার জন্য তৃণমূল স্তরে শীর্ষ নেতৃত্বের কাছে সুপারিশ করা হবে প্রশান্ত কিশোরের টিমের তরফে বলে জানা গেছে।

এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে এই ধরনের সংস্থার আলাদা ব্যবস্থা থাকে। ওঁরা সম্ভবত এবার সেই কাজে হাত দিতে চাইছেন। নিঃসন্দেহে তা দলের কাজে লাগবে।” সব মিলিয়ে এবার দলীয় জনপ্রতিনিধি, নেতা-মন্ত্রীদের পর সরাসরি তৃণমূলের ভাবমূর্তি স্বচ্ছ করতে এবং জনসমর্থন যাচাই করতে ময়দানে নামছে প্রশান্ত কিশোরের টিম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!