এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > উপনির্বাচনে 3-0 হতেই, বিজেপিকে শীঘ্রই আরও বড় ধাক্কা দিতে ঘুঁটি সাজিয়ে ফেলল তৃণমূল

উপনির্বাচনে 3-0 হতেই, বিজেপিকে শীঘ্রই আরও বড় ধাক্কা দিতে ঘুঁটি সাজিয়ে ফেলল তৃণমূল


লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হতে পারেননি। তার ফলেই তৃণমূল ছেড়ে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির জার্সি পড়ে নিয়েছিলেন অর্জুন সিংহ। এমনকি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়ে নিজের জয় নিশ্চিত করেছিলেন তিনি। আর ব্যারাকপুরে বিজেপি জয়লাভ করার পরেই সেই অর্জুন সিংহের হাত ধরে তৃণমূলের দখলে থাকা একের পর এক পৌরসভার রং গেরুয়া হতে শুরু করে। তৃণমূলের অনেক কাউন্সিলরকে বিজেপিতে আনতে সচেষ্ট হন এই বিজেপি নেতা।

তবে কিছুদিনের মধ্যেই অবশ্য অবস্থার পরিবর্তন হয়। সম্প্রতি বেশ কিছুদিন আগে থেকে কাঁচরাপাড়া, নৈহাটি, হালিশহর – যে সমস্ত পৌরসভার তৃণমূল কাউন্সিলররা বিজেপিতে গিয়ে সেই পৌরসভা বিজেপির দখলে নিয়েছিলেন, তারা ফের তৃণমূলের ফিরে এসে সেই পৌরসভার তৃণমূলের দখলে আনেন। যার ফলে কিছুটা হলেও সচেষ্ট হয়ে নিজেদের শক্তি পরীক্ষা করতে সক্ষম হয় ঘাসফুল শিবির।

তবে বিভিন্ন পৌরসভা তৃণমূল বিজেপির কাছ থেকে নিজেদের দখলে নিয়ে আসলেও, উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অর্জুন সিংহের গড় ভাটপাড়া পৌরসভা তৃণমূলের পক্ষে নেয়া আসা যে একটা বড় চ্যালেঞ্জ ছিল, তা জানেন প্রত্যেকেই। প্রত্যেকেরই জীবনে যেমন স্বপ্ন থাকে। ঠিক তেমনই সাম্প্রতিককালে জ্যোতিপ্রিয় মল্লিকের জীবনে চ্যালেঞ্জ এবং স্বপ্ন দুটোই বাসা বেঁধেছিল।

যেনতেন, প্রকারেণ এই ভাটপাড়া পৌরসভা বিজেপির কাছ থেকে নিজেদের দখলে আনতে হবে, সেইজন্য ঘুটি সাজাতে শুরু করেছিল তারা। অবশেষে হয়ত বা সাফল্য পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। পূরণ হতে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বপ্ন। বস্তুত, বৃহস্পতিবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল। যেখানে তিনটির মধ্যে তিনটিতেই পরাজিত হতে হয় ভারতীয় জনতা পার্টিকে। আর এরপরই তিন উপনির্বাচনের ফলাফলে প্রভাব এসে পড়ে উত্তর 24 পরগনা জেলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিন্দুমাত্র সময় নষ্ট না করে শুক্রবার কলকাতা বিধানসভায় এই ভাটপাড়া পৌরসভার 18 জন কাউন্সিলরকে নিয়ে গিয়ে অনাস্থার চিঠিতে সই করায় তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, আগামী 6 ডিসেম্বর এই অনাস্থা পত্র জমা দেওয়া হবে। সূত্রের খবর, শুক্রবার ভাটপাড়া পৌরসভার 18 জন কাউন্সিলরকে নিয়ে বিধানসভায় বৈঠক করে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক সহ অন্যান্যরা।

আর সেখানেই 18 জন কাউন্সিলর যাতে অনাস্থায় বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, তার জন্য তৃণমূল নেতৃত্ব নির্দেশ দেন। পাশাপাশি অনাস্থার চিঠিতে এই 18 জনকে সই করিয়ে নেওয়া হয় বলে খবর। বিশেষজ্ঞরা বলছেন, 31 আসনবিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় বর্তমানে তৃণমূলের পক্ষে 18 জন কাউন্সিলর রয়েছেন। ফলে তৃণমূল এখন সংখ্যাগরিষ্ঠ। লোকসভা নির্বাচনের পরে বিজেপির অর্জুন সিংহ তার গড় ভাটপাড়া পৌরসভায় পদ্ম ফোটালেও, এখন তৃণমূলের দিকে 18 জন কাউন্সিলররা থাকায় তারা যে ভাটপাড়ায় ক্ষমতাচ্যুত হতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত ঘাসফুল শিবির।

তবে এই 18 জন কাউন্সিলরের মধ্যে তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে। ফলে তৃণমূল এখানে ক্ষমতা দখল করলেও চেয়ারম্যান কে হবে, তা নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব শুরু হতে পারে এবং তাকে কেন্দ্র করে ফের পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করছে একাংশ। যদিও বা ভাটপাড়া পৌরসভা দখল তাদের কাছে শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ভাটপাড়া আমাদের হাতে আসছে। এখন কেবল সময়ের অপেক্ষা।”

তিনি আরও জানান, “আগামী 6 ডিসেম্বর আমরা অনাস্থা আনছি। আমাদের সঙ্গে 18 জন কাউন্সিলর রয়েছেন। আমরা সংখ্যাগরিষ্ঠ। আরও চারজন কাউন্সিলার যে কোনো দিন যোগ দেবেন। ভাটপাড়ার মানুষ গুন্ডা, সমাজবিরোধী অর্জুন সিংহকে চাইছেন না। তার জবাব দিতে প্রস্তুত আমরা।” তবে জ্যোতিপ্রিয়বাবু এই কথা বললেও, ভাটপাড়া তাদের দখলেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূলের উল্লসিত হওয়ার কিছু নেই। পুর নির্বাচনে মানুষ এর জবাব দেবে। ভাটপাড়া আমাদের ছিল, আছে, থাকবে।” বিশেষজ্ঞরা বলছেন, উপনির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি রাজ্যে একেবারে পর্যুদস্ত হয়েছে। যার ফলে বিজেপির বঙ্গ দখলের স্বপ্নে কিছুটা হলেও ভাটা পড়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এখন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব লোকসভায় সাফল্য পাওয়া বিজেপিকে কোণঠাসা করতে ভাটপাড়া পৌরসভা দখলে উদ্যোগী হয়ে পড়েছে।

তবে অর্জুন সিংহের শক্ত ঘাঁটি ভাটপাড়া এখন তৃণমূল নিজের দখলে আনতে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের। কেননা লোকসভা নির্বাচনের আগে, ভাটপাড়া পুরসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিলেও, লোকসভায় জিতেই তা আবার দখল করে নেন অর্জুন সিংহ। সুতরাং অর্জুন সিংয়ের হাত থেকে তাঁর গড় কেড়ে নেওয়া যে শক হবে না তা মেনে নিচ্ছেন প্রায় সকলেই। তবে, উপনির্বাচনে ৩-০ করে এখন বিজেপিকে চরম ধাক্কা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শাসকদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!