এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > খুন প্রভাবশালী তৃণমূল নেতা! একর পর এক বাড়ি পুড়ল বিরোধীদের! দফায় দফায় সংঘর্ষে অগ্নিগর্ভ এলাকা

খুন প্রভাবশালী তৃণমূল নেতা! একর পর এক বাড়ি পুড়ল বিরোধীদের! দফায় দফায় সংঘর্ষে অগ্নিগর্ভ এলাকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2011 সালে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই। কিন্তু ক্ষমতায় আসার পর মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বানী পাল্টে দিয়ে বদলার রাস্তায় হেঁটেছেন দলের কর্মী-সমর্থকরা বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার তৃণমূলের এক নেতা খুনের ঘটনায় এবার বিরোধীদের ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটল। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

জানা যায়, গত শুক্রবার উত্তর বৈকুন্ঠপুর গ্রামে এসইউসি নেতা সুধাংশু জানার বাড়ির কাছে একটি রাস্তা তৈরিতে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূলের কর্মীরা একাধিক ভাঙচুর চালানোর পাশাপাশি এসইউসি কর্মী-সমর্থকদের ওপর হামলা করে। শুধু তাই নয়, ঘটনায় যুব তৃনমূলের নেতা অশ্বিনী মান্নানের ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে সেই অশ্বিনী মান্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এরপরেই সকাল থেকে যুব তৃনমূলের পক্ষ থেকে বিরোধীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, এসইউসি নেতা সুধাংশু জানার বাড়ি জ্বালিয়ে দেওয়ার পর ঘর থেকে সেই সুধাংশবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়‌। আর এরপরই তৃণমূলের বিরুদ্ধে সরব হন সুধাংশবাবুর পরিবারের সদস্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এসইউসির অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে হামলা করার কারণেই সুধাংশবাবুর এই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন এই প্রসঙ্গে মৃত তৃণমূল নেতা অশ্বিনী জানার ছেলে অঙ্কুশ জানা এবং হারাধন জানা বলেন, “আমরা কিশোরীমোহনপুরে দলীয় সভায় গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে এসইউসির গুন্ডাবাহিনী ঘিরে ধরে আমাদের আক্রমণ করে।”

অন্যদিকে এই গোটা ঘটনায় এসইউসি নেতা সুধাংশু জানার মৃত্যুর পর তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছে এসইউসি। এদিন এই প্রসঙ্গে সেই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়কৃষ্ণ হালদার বলেন, “পঞ্চায়েত হাতছাড়া হবে জেনেই আমাদের কর্মী-সমর্থকদের ওপরে হামলা করেছে। যুব তৃনমূলের কর্মীরাই খুন করেছে আমাদের দলের নেতা সুধাংশুকে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে তৃণমূলের নেতার ওপর হামলার পর বিরোধীদের ঘরে হামলা চালালো তৃণমূল কংগ্রেস, তাতে তৃণমূলের ভাবমূর্তি এখানে অনেকটাই ক্ষুন্ন হল। এখন বিধানসভা নির্বাচনের মুখে শাসক-বিরোধী এই রাজনৈতিক সংঘর্ষ তৃণমূলের অস্বস্তিকে অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!