এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আবার পথে তৃণমূল, বিজেপি উচ্ছেদের তীব্র হুঁশিয়ারি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আবার পথে তৃণমূল, বিজেপি উচ্ছেদের তীব্র হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ত্রিপুরা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপি কর্মী- সমর্থকদের গো-ব্যাক স্লোগান, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ত্রিপুরেশ্বরী মন্দিরের যাবার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভ। যদিও ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্য বিজেপির কাছে এই ধরনের কোনো রকম পরিকল্পনা ছিল না। কেউ যদি জনরোষের মুখে পড়ে যান। তাহলে বিজেপির কিছু করার নেই। গতকাল এই ঘটনার বিরুদ্ধে একাধিক স্থানে পথে নেমে তীব্র প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল। আজ এই ঘটনার অভিযোগে আবার পথে নামল তৃণমূল। আজ হাওড়ায় চললো তৃণমূলের প্রতিবাদ মিছিল।

আজ গোলমোহর থেকে হাওড়া সেতু পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। তৃণমূলের হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্যর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ও গাড়িতে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রচুর তৃণমূল কর্মী- সমর্থক মিছিলে যোগদান করেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডাবল ইঞ্জিনের নামে ভাওতা দিচ্ছেন মানুষকে। ত্রিপুরার মানুষকে বিজেপির ভাওতা থেকে মুক্ত করতে পথে নেমেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, তৃতীয়বার রাজ্য জয়ের পর এবার জাতীয় রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার প্রচেষ্টা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। এই উদ্দেশ্য নিয়েই ত্রিপুরা দখলের লক্ষ্য নিয়েছে তৃণমূল। আর, এক্ষেত্রে তৃণমূলের সহায়ক হয়ে উঠেছেন প্রশান্ত কিশোর। তবে গতকালের ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানালেন যে, গতকাল কিছুই হয়নি। তাঁদের ওপর এমন ঘটনা প্রতিদিনই হয়ে থাকে। তৃণমূল এখন বাংলার বাইরে যেখানেই যাবে, সেখানেই এমন ঘটনা ঘটবে। বাংলায় যে সন্ত্রাস চলছে, তাতে গোটা দেশের বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে রয়েছেন তৃণমূলের উপরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!