এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভিড়ে থইথই করছে শহীদ দিবসের সভাস্থল – ‘ছবি প্রকাশ’ করে দাবি তৃণমূলের

ভিড়ে থইথই করছে শহীদ দিবসের সভাস্থল – ‘ছবি প্রকাশ’ করে দাবি তৃণমূলের

শুরু হয়ে গেছে তৃণমূলের বার্ষিক কর্মসূচি ২১ শে জুলাইয়ের সভা – আর কিছুক্ষনের মধ্যেই সেখানে উপস্থিত হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দেবেন – নিজেদের দলীয় কর্মী-সমর্থকদের পরবর্তী রাজনৈতিক লক্ষ্যের ঠিকানা।

তার আগে, বর্তমানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তার আগে, এবার সব মহল থেকেই তীব্র জল্পনা ভিড় কতটা হবে – কেননা লোকসভা নির্বাচনেই প্রমাণিত উত্তরবঙ্গ থেকে গেরুয়া দাপটে কার্যত মুছে গেছে তৃণমূল। দক্ষিণ বঙ্গেও কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়া, বাকি জেলাতে আগের সেই দাপট নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে, আজকে ফ্লপ শো হওয়া মানেই রাজ্য-রাজনীতিতে কার্যত ব্যাকফুটে চলে যাবে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় সভাস্থলের ‘সরকারি ছবি’ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে তৃণমূল কংগ্রেসের দাবি সমর্থকদের ভিড়ে থইথই করছে শহীদ দিবসের সভাস্থল। যা নিয়ে রীতিমত সরব হয়েছেন বিরোধীরা।

বিরোধীদের দাবি, ছবি প্রকাশ করে ‘প্রমান’ কেন করতে হচ্ছে সভাস্থলে ভিড় হয়েছে? তাহলে শাসকদল আশা করেছিল ভিড় হবেই না! তার থেকেও বড় কথা, মূল সভামঞ্চের সামনে অতটা জায়গা ছেড়ে রেখে ‘ভিড়’ বেশি দেখানোর কৌশলই বা নিতে হল কেন? সবথেকে বড় কথা সভার একদম সামনেই, কেসিদাসের কাছে তো ‘ভিড়ের টাক’ দেখা যাচ্ছে! সবমিলিয়ে, ২১ শে জুলাই নিয়ে জমজমাট রাজ্য-রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!