এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভায় তৃণমূল রাফাল নিয়ে চেপে ধরতেই, বিজেপির পাল্টা “নারদ স্টিং”-এর ‘বাউন্সার’!

লোকসভায় তৃণমূল রাফাল নিয়ে চেপে ধরতেই, বিজেপির পাল্টা “নারদ স্টিং”-এর ‘বাউন্সার’!

এবার সংসদে রাফাল যুদ্ধবিমান নিয়ে কংগ্রেসের পাশে থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের সুর চওড়া করল তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী দীর্ঘদিন ধরেই জেপিসি কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে আসছিলেন। কিন্তু এ নিয়ে এতদিন মুখ খুলতে দেখা যায়নি কোনো তৃণমূল সাংসদকে। তবে এবারে সংসদের শীতকালীন অধিবেশনে সেই বিজেপিকেই রাফায়েল কেলেঙ্কারিতে চ্যালেঞ্জ ছুড়লেন তৃনমূল সাংসদ সৌগত রায়।

এদিন সংসদে এই তৃণমূল সাংসদ যখন বিজেপিকে উদ্দেশ্য করে কটাক্ষ করছিলেন তখন সংসদে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এদিন সৌগত রায় বলেন, “মেঘের আড়াল থেকে লড়াই করছেন প্রধানমন্ত্রী। সাহস থাকলে সংসদকে মোকাবিলা করতেন।”

রাফায়েল কেলেঙ্কারিতে বিজেপি সরকারকে এক হাত দিয়ে তৃন মূল সাংসদ সৌগত রায় বলেন, “কেন্দ্রের অর্থমন্ত্রী প্রতি রক্ষার প্রশ্নে দ্রুত প্রয়োজনের কথা বলছেন। কিন্তু এতই যদি তাড়া ছিল তাহলে এই চুক্তি করতে 1 বছর 4 মাস সময় লাগল কেন? কেন 36 টি রাফাল যুদ্ধবিমান কেনার নতুন চুক্তি হল? যাদের কোনো অভিজ্ঞতা নেই তাঁদের কেন অফসেট পার্টনার করা হল?”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে তৃনমূলের পক্ষ থেকে রাফায়েল কেলেঙ্কারি নিয়ে সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছোড়া হলে তৃণমূলের বেঞ্চের পাশেই বসে থাকা বিজেপির মুখ্য সচেতক অনুরাগ ঠাকুর সেই তৃণমূলকে চেপে ধরে নারদ স্টিং অপারেশনের প্রসঙ্গটি তোলেন। আর যেখানে তৃণমূলকে চেপে ধরেন বিজেপির ব্রিজভুষণ সিংহ আরও 4 সাংসদ। আর এখানেই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “প্রধানমন্ত্রীর সাহস নেই। নিজে মেঘের আড়ালে লুকোচ্ছেন। আর এখানে দলের রাক্ষস সেনাদের পাঠিয়ে দিয়েছেন।”

আর সৌগতবাবুর এহেন মন্তব্যেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি সাংসদেরা। আর বিজেপির সাথে তীব্র বচসায় বেঁধে যান তৃণমূলের কল্যান বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, ইদ্রিশ আলি এবং অপরূপা পোদ্দারেরা। স্পিকারের পক্ষ থেকে দু পক্ষকে শান্ত করারও চেষ্টা চালানো হয়। পরে সৌগত রায় বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ উঠতেই বিজেপির মুখ্য সচেতক আমাকে চুপ করার হুমকি দিচ্ছেন। আমাদের যতই হুমকি দেওয়া হোক, তৃণমূলের কণ্ঠরোধ কেউ করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল স্বচ্ছতায় বিশ্বাসী।”

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে এ যেন চাপ-পাল্টা চাপের রাজনীতি চলছে দেশজুড়ে। আর তাইতো লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাফায়েল কেলেঙ্কারি প্রসঙ্গে তুলতে না তুলতেই এবার বিজেপির পক্ষ থেকে সেই তৃণমূলকে চেপে ফেলতেও নারদ স্টিং অপারেশনের প্রসঙ্গ তুলে সরগরম করে তোলা হল লোকসভার অধিবেশনকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!