এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাঘববোয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে বারেবারে সরব রাজীব ব্যানার্জি! কি ‘ব্যবস্থা’ নিচ্ছে তৃণমূল?

রাঘববোয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে বারেবারে সরব রাজীব ব্যানার্জি! কি ‘ব্যবস্থা’ নিচ্ছে তৃণমূল?

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে যখন শুদ্ধিকরণের প্রক্রিয়ায় হাটছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই এই বিষয়ে মুখ খুলে রীতিমতো দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নিজের জেলা হাওড়া জেলার তৃণমূল সভাপতি তথা মন্ত্রী অরূপ রায় বেশ কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিলেন। তাদের দল থেকে বহিষ্কারের কথাও জানিয়ে দিয়েছিলেন।

আর এরপরই জেলা তৃণমূল সভাপতির সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে। যেখানে তিনি বলেন, “শুধুমাত্র চুনোপুঁটিদের বিরুদ্ধে নয়, দুর্নীতিকে যদি বন্ধ করতে হয়, তাহলে একদম শীর্ষস্তরে থাকা রাঘব-বোয়ালদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তাহলেই দুর্নীতি বন্ধ হবে।” অর্থাৎ রাজীব বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন, তৃণমূলের সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গেছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যখন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলকে স্বচ্ছ করতে এই উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই দলের হেভিওয়েট মন্ত্রী এই ধরনের কথা বলায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।

অনেকেই মনে করেছিলেন, এবার হয়ত তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সতর্ক করে দিতে পারে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি অনেকেই ভেবেছিলেন, এবার হয়ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দল কড়া পদক্ষেপ নিতে পারে। কিন্তু না। টিভি চ্যানেলে প্রকাশ্যে সাক্ষাৎকারে এই ব্যাপারে কথা বলার পর, বারংবার নিজের ফেসবুক লাইভে দলের দুর্নীতি নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় সরব হলেও, তার বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে তৃনমূল শীর্ষ নেতৃত্বকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কার্যত স্বীকার করে নিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? তাই কি তারা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নিচ্ছে না? তবে অনেকে আবার বলছেন, আসলে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমন একজন নেতা, যার গায়ে দুর্নীতির বিন্দুবিসর্গ নেই। একাংশ বলছেন, তৃণমূলে স্বচ্ছ মুখ বলে যারা পরিচিত, তাদের একদম প্রথম সারিতেই রয়েছেন এই রাজীব বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে তিনি এই ধরনের মন্তব্য করলেও, যদি এখন তার বিরুদ্ধে দল পদক্ষেপ গ্রহণ করে, তাহলে রাজীববাবু এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যা তৃণমূলের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।

তাই সেদিক থেকে সামনে বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় দলের শুদ্ধিকরণের উপর জোর দিয়ে দুর্নীতি নিয়ে সরব হলেও, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে না ঘাসফুল শিবির। বিশেষজ্ঞরা বলছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই কথা সহ্য করতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাদের কাছে এখন এই কথা সহ্য করা ছাড়া আর কোন উপায় নেই। কেননা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি তারা এখন কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যার ফলে আখেরে ক্ষতি হবে দলের।

তাই বিধানসভা নির্বাচনের আগে এমন স্বচ্ছ মুখকে তৃণমূল কংগ্রেস কোনোরকমেই ক্ষেপাতে চাইছে না। আর তাই মুখ বুজে সব কিছু সহ্য করা ছাড়া এখন তৃণমূলের কাছে কোনো উপায় নেই বলেই দাবি করছেন সকলে। তবে শেষ পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে দলের দুর্নীতি নিয়ে সরব হলেও, তৃণমূল নেতৃত্ব সবকিছু মুখ বুঁজে সহ্য করে, নাকি সতর্ক করে রাজ্যের এই মন্ত্রীকে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!