এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কে হচ্ছেন রাজ্যসভায় তৃণমূল প্রার্থী? কবে হচ্ছে ‘সরকারি’ ঘোষণা?

কে হচ্ছেন রাজ্যসভায় তৃণমূল প্রার্থী? কবে হচ্ছে ‘সরকারি’ ঘোষণা?


রাজ্যে আসন্ন রাজ্যসভা নির্বাচন, এর মধ্যে ৪ জন ছিলেন তৃণমূল সাংসদ ও ১ জন সিপিআইএম সাংসদ। তৃণমূলের চারটি আসনে জয় নিশ্চিত হলেও, পুরোনো ৪ সাংসদের মধ্যে কুনাল ঘোষ দল থেকে সাসপেন্ডেড, মুকুল রায় ইতিমধ্যেই দল থেকে পদত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন, টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বিবেক গুপ্তরও, তবে টিকিট পেতে চলেছেন নাদিমুল হক বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের টিকিটে ৩ টি নতুন মুখ রাজ্যসভায় যাবে। সূত্রের খবর, এই তিনটি মুখই অরাজনৈতিক হতে চলেছে।

অন্যদিকে পঞ্চম আসনটি এতদিন সিপিআইএমের হাতে থাকলেও, বর্তমান বিধানসভার অঙ্কের নিরিখে সরাসরি জেতার অবস্থায় তৃণমূল, বামফ্রন্ট বা কংগ্রেস – কোনো দলই নেই। আর তাই ওই আসনটিতে নির্বাচন আসন্ন, প্রাথমিকভাবে বামফ্রন্ট বা কংগ্রেস আলাদা আলাদা করে প্রার্থী দেবে ঠিক করলেও, বর্তমানে সেই অবস্থান থেকে পিছিয়ে এসেছে। সূত্রের খবর দলীয় কোনো নেতাকে টিকিট না দিয়ে ভবিষ্যতে তৃণমূল বা বিজেপিতে যাবেন না এমন কোনো নিরপেক্ষ নির্দল প্রার্থীকে দাঁড় করাতে চলেছে বাম-কংগ্রেস জোট। তবুও অঙ্কের নিরিখে খুব পিছিয়ে না থাকায় ওই আসনে তৃণমূল কংগ্রেসও এক হেভিওয়েট প্রার্থী দাঁড় করতে চলেছেন বলেই সূত্রের খবর। প্রার্থী নিয়ে জল্পনা থাকলেও, তৃণমূলের অভ্যন্তরীণ খবর আজ দলীয় মহিলা সমাবেশের মঞ্চ থেকে বা আগামীকালের কোর কমিটির বৈঠক থেকেই দলনেত্রী প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!