এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের প্রভাবশালী সংখ্যালঘু নেতা করোনা আক্রান্ত, কোয়ারেন্টাইনে গেলেন হেভিওয়েট বিধায়ক

তৃণমূলের প্রভাবশালী সংখ্যালঘু নেতা করোনা আক্রান্ত, কোয়ারেন্টাইনে গেলেন হেভিওয়েট বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দাপটে এখন রীতিমতো আতঙ্ক বাড়ছে গোটা বাংলা জুড়ে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যের শাসকদলের বিধায়ক তমোনাশ ঘোষ। যার পরে সেই ভাইরাসের শক্তিশালী ক্ষমতা নিয়ে অনেকের মধ্যেই আতঙ্ক বাসা বেধেছে। জনপ্রতিনিধিদের আরও সতর্ক থাকতে বলা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের চিন্তা বাড়িয়ে খড়গপুর পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা প্রশাসক মন্ডলীর সদস্য শেখ হানিফ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

এদিকে হেভিওয়েট তৃণমূল নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই তার সংস্পর্শে আসার জন্য রীতিমত কোয়ারেন্টাইনে যেতে হল সেই খড়গপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক প্রদীপ সরকারকে। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত এই খড়গপুর শহরে যে চারজন ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।

তবে যেভাবে খড়গপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য শেখ হানিফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাতে তার সঙ্গে প্রচুর মানুষ এতদিন সংস্পর্শে আসায় রীতিমত চাঞ্চল্য বাড়তে শুরু করেছে। অনেকেরই আশঙ্কা, এবার ধীরে ধীরে খড়গপুর এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে। পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যেই খড়গপুর পৌরসভার প্রশাসক মনোনীত চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

অর্থাৎ সংক্রমিত হওয়ার প্রবণতা যাতে না বাড়ে, তার জন্যই তার এই সাবধানতা বলে মনে করছেন সকলে। ইতিমধ্যেই প্রদীপবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু প্রদীপ সরকার নয়, পৌরসভার এসডিও থেকে শুরু করে এসিএমওএইচ সহ অনেকেই হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। কারণ এক ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় পরবর্তীতে তাদের শরীরেও যদি সেই ভাইরাস বাসা বাঁধে, তাহলে তা আরও মানুষজনের সঙ্গে মিশলে সংক্রমনের সংখ্যা আরও বাড়তে শুরু করবে। তাই এখন থেকেই তাদের এই সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়।

এদিন এই প্রসঙ্গে খড়্গপুরের তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার বলেন, “প্রশাসক মন্ডলীর অন্যান্য সদস্যদেরও হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। মিটিং হল সহ পৌরসভার বিভিন্ন জায়গা স্যানিটাইজ করা হয়। মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। তিনি পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।”

এখন দেখার বিষয়, প্রশাসক মন্ডলীর এক সদস্য তথা হেভিওয়েট তৃণমূল নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা তৃনমূল বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের শরীরেও করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসে কিনা! তবে সেই আশঙ্কা যাতে মিথ্যা হয়, এখন তার জন্যই প্রার্থনা করছেন সকলে। শেষ পর্যন্ত এই ব্যাপারে তৃণমূল বিধায়ক প্রদীপ সরকারের কি রিপোর্ট আসে এবং আক্রান্ত তৃণমূল নেতা শেখ হানিফ কবে সুস্থ হয়ে ওঠেন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!