এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল সরকারের আমলে রাজ্যজুড়ে বহু রাস্তার নির্মাণ ও সংস্কার করা হয়েছে, দাবি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

তৃণমূল সরকারের আমলে রাজ্যজুড়ে বহু রাস্তার নির্মাণ ও সংস্কার করা হয়েছে, দাবি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল সরকারের প্রায় ১০ বছরের শাসনকালে রাজ্যজুড়ে একাধিক সড়কের নির্মাণ ও সংস্কার করা হয়েছে বলে, ভূয়শী প্রশংসা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যজুড়ে একাধিক শহর ও গ্রামের রাস্তা তৈরি ও সংস্কার করেছে সরকার। রাজ্য জুড়ে চলছে উন্নয়নের কাজ। সেইসঙ্গে চলছে রাস্তা নির্মাণ ও রাস্তার মেরামতের কাজ চলছে।

সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে, তৃণমূল সরকারের প্রায় ১০ বছরের সময় কালে রাজ্যজুড়ে ১ লক্ষ ১৮ হাজার ১২৮ কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করেছে তৃণমূল সরকার। পূর্বের সরকারগুলি কলকাতাকে গুরুত্ব দিলেও গ্রামীণ সড়ক ছিল অবহেলিত। কিন্তু মুখ্যমন্ত্রী শহরের পাশাপাশি গ্রাম সড়ক নির্মাণ ও সংস্কারে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন বলে জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে, রাজ্যের মোট ৩৫ হাজার ৬১১ কিমি রাস্তার জন্য ১৬ হাজার ৫৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তিনি দাবি করেছেন যে, সড়ক নির্মাণের পরিসংখ্যানের দিক থেকে বিচার করলে, দেশের মধ্যে সবার সেরা হলো পশ্চিমবঙ্গ। পঞ্চায়েত মন্ত্রী জানালেন যে, বেশকিছু রাস্তার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যার মধ্যে সিমেন্ট ঢালাই রাস্তা যেমন আছে, তেমনি আছে বিটুমিনের রাস্তাও।

পঞ্চায়েত মন্ত্রী জানালেন, খাদ্যের মতো রাস্তার বিষয়টিও দৈনন্দিন জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সমাজের কাছে রাস্তার একটা বিরাট ভূমিকা আছে। রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি সমস্ত কিছুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো রাস্তা। ইতিপূর্বে কলকাতার রাস্তাঘাটের জন্য বিপুল অর্থ খরচ করা হয়েছিল। কলকাতার জন্য ঝা চকচকে রাস্তা করা হয়েছিল। কিন্তু উপেক্ষা করা ছিল গ্রামের রাস্তাকে। তবে, মুখ্যমন্ত্রী শহর ও গ্রামের রাস্তার সমান উন্নয়ন ঘটিয়েছেন। যা তিনি গর্বের সঙ্গে বলতে চান। পঞ্চায়েত মন্ত্রী হবার কারণে এই বিষয়গুলি সম্পর্কে অবগত আছেন তিনি।

তিনি জানান, বাম সরকার রাজ্যতে ৩৪ বছর ধরে ক্ষমতায় থাকলেও, রাজ্যের রাস্তাঘাট অবহেলিত ছিল। কেন্দ্রীয় সরকার রাস্তা নির্মাণের টাকা দিতে চাইলেও, সে টাকা ফিরিয়ে দিয়েছিল রাজ্য সরকার। তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যজুড়ে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের জন্য পথশ্রী প্রকল্প গ্রহণ করেছেন। তিনি জানালেন তৃণমূল সরকার শহর ও গ্রামের রাস্তা তৈরি করার যে কথা দিয়েছিল, সে কথা সরকার রেখেছে। এরসাথে চলছে রাজ্যের উন্নয়নের কাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!