এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল সাংসদের রাজ্যপালকে অপসারণের দাবির পর, এ বিষয়ে মুখ খুললেন রাজ্যপাল

তৃণমূল সাংসদের রাজ্যপালকে অপসারণের দাবির পর, এ বিষয়ে মুখ খুললেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বহুবার সরব হয়েছেন। রাজ্যের আইন ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপাল একাধিকবার সরব হয়েছেন। এই আবহে আজ সরাসরি রাজ্যপালের অপসারণের দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপর এ বিষয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় অভিযোগ করেছেন যে, সংবিধান অমান্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। প্রশাসনের বিরুদ্ধে তিনি বারবার কথা বলেছেন। তিনি ভয় দেখাচ্ছেন রাজ্যের পুলিশকে। এসব কারণে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে রাজ্যপালকে অপসরণ করার দাবি করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূল সাংসদের এই বিস্ফোরক মন্তব্যের পর, এ বিষয়ে তীব্রভাবে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন যে, গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় অংশীদার হলো জনগণ বা সাধারণ ভোটার, শাসক দল, কিংবা বিরোধী দল নয়।

রাজ্যপাল জানালেন, প্রজাতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় অংশীদার হলেন সাধারণ ভোটাররা। তাই তাঁরা যাতে মন খুলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার পরিবেশ তৈরি করতে হবে। এরপর ভোটের ফল কি হবে? তাতে রাজ্যপালের কিছুই আসে যায় না। তিনি জানালেন যে, রাজ্যপাল রাজনীতি থেকে শত ক্রোশ দূরে থাকেন। রাজ্য সরকারের প্রতি তিনি জানালেন যে, যারা তাঁর সমালোচনা করছেন, তাদেরকে তিনি তাঁর অগ্নি পরীক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপাল জানালেন যে, তাঁর প্রত্যেক পদক্ষেপ খতিয়ে দেখতে পারেন তাঁরা। তারপর তাঁরা জানান যে, তিনি কোথায় সরকারের মর্যাদাহানি করছেন? রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন যে, অনুগ্রহ করে তাঁর চিঠির জবাব দিতে। যদি রাজ্যর কাছে জবাব নাও থাকে, তবুও তার জবাব চেয়েছেন রাজ্যপাল। তিনি জানালেন, রাজ্যের অনেকগুলি বিষয় নিয়ে তিনি চিন্তিত রয়েছেন। যার মধ্যে একটি বিষয় হলো কৃষকদের বঞ্চনা।

রাজ্যপাল জগদীপ ধনকর জানালেন যে, পশ্চিমবঙ্গে ৭০ লক্ষেরও বেশি কৃষক আছেন। সারাদেশের সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ১৪ হাজার কোটি টাকা পেয়ে গেছেন। কেন্দ্রীয় সরকারের এই অর্থসাহায্য সরাসরি চলে এসেছে তাদের একাউন্টে। এজন্য তাঁদের কোনো রকম সমস্যায় পড়তে হয়নি। রাজ্যপাল আক্ষেপ করেছেন, পশ্চিমবঙ্গের কোন কৃষক এই সাহায্য পান নি। রাজ্যর কৃষকেরা এই সাহায্য থেকে পুরোপুরি বঞ্চিত।

রাজ্যপাল জানালেন ৬০০০ টাকা করে কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্য পাওয়ার কথা দেশের সমস্ত কৃষকের। ছোট-বড় সমস্ত কৃষক এই অর্থ সাহায্য পান। কিন্তু এই অর্থসাহায্য থেকে বঞ্চিত আছেন রাজ্যের কৃষকেরা। এসব দেখে কষ্ট হয় রাজ্যপালের। অন্নদাতাদের এই দুরবস্থা দেখে রাজ্যপাল কি কখনো শান্তিতে ঘুমাতে পারেন? তাই এর প্রতিবাদ করছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!