এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে শুদ্ধিকরণ: একাধিক দুর্নীতিতে নাম জড়াতেই দল থেকে বহিস্কৃত প্রভাবশালী নেতা

তৃণমূলে শুদ্ধিকরণ: একাধিক দুর্নীতিতে নাম জড়াতেই দল থেকে বহিস্কৃত প্রভাবশালী নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে ২০২১ এর বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল থেকে বিরোধী সব দল সংগঠনকে ঢেলে সাজাছে।ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক কিছু রদবদল করেছেন।তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন সভা মঞ্চ থেকে তার দলের নেতা কর্মীদের দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন।

তৃণমূল নেত্রী বলেন, তাঁর দল কোন সময় দুর্নীতির বিরুদ্ধে আপোষ করবে না।ইতিমধ্যে তৃণমূল তার দলকে শুদ্ধিকরনের চেষ্টা করছে।দুর্নীতি গ্রস্ত নেতাদের বিরুদ্ধে দলকে বিভিন্ন সময়ে ব্যবস্থা নিতে দেখা গেছে।সূত্র মারফত জানা যাচ্ছে যে, উদয়নারায়ণপুর বিধানসভার বালিচক অঞ্চলের তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য স্বপন পোড়েলকে দল থেকে বহিষ্কার কবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি অভিযোগ ছিল স্বপন পোড়েলের বিরুদ্ধে?

দলীয় সূত্রে জানা যায় যে,দীর্ঘদিন ধরে স্বপন পোড়েলের বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে নদী থেকে বেআইনি ভাবে বালি তোলা,বাংলা আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে অবৈধ ভাবে টাকা নেওয়ার অভিযোগ আসছিল। তার বিরুদ্ধে শনিবার দলের হাওড়া জেলার (গ্রামীণ) কো অর্ডিনেটর তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা দলের তরফে স্বপন পোড়েলকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সমীরবাবু জানান, “দলের বালিচক অঞ্চলের প্রাক্তন সভাপতি স্বপন পোড়েলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে নানা দুর্নীতির অভিযোগ আসছিল। তারি পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর স্টিয়ারিং কমিটির সদস্য করা হয়। কিন্তু দল থেকে বারবার স্বপন পোড়েলকে সতর্ক করা হলেও তা শোনেনি তিনি।

কিছুজন তৃণমূল কংগ্রেসের কর্মীর উপর স্বপন পোড়েল আক্রমণ করেন যার পরিপ্রেক্ষিতে তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে স্বপন পোড়েলকে বহিষ্কারের মধ্যে দিয়ে কর্মীদের একটা বার্তা দেওয়া হয় যে ভবিষ্যতে দল কোনরকম দুর্নীতির বিরুদ্ধে আপোষ করবে না। সামনে ২০২১ এর বিধানসভার নির্বাচন এই পরিস্থিতিতে দল যেভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তাতে করে অন্যান তৃণমূল কংগ্রেসের কর্মীরা শিক্ষা নেয় কিনা তা দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!