এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কর্মী সমর্থকদের চোখে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কে? সভায় জনপ্রিয়তা ঘিরে উঠছে প্রশ্ন

কর্মী সমর্থকদের চোখে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কে? সভায় জনপ্রিয়তা ঘিরে উঠছে প্রশ্ন

তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূলের নেতা কে, তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সেদিক থেকে অতীতে মুকুল রায় থাকলেও, সেই মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ক্রমাগত উত্থানে তিনিই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলে মনে করেছিল একাংশ। কিন্তু বিগত দিনে কোনো লড়াই, আন্দোলনের সাক্ষী না থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে মেনে নিতে পারছিলেন না তৃণমূলের অনেকেই‌।

যদিও বা একাংশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। তবে জনপ্রিয়তার দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যে স্থান করে নিয়েছেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী তথা অধিকারী পরিবারের সদস্য শুভেন্দু অধিকারী, এবার তা কার্যত পরিষ্কার হয়ে গেল। বস্তুত, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত হয়েছেন, তৃণমূলের সমস্ত স্তরের নেতা-কর্মী পদাধিকারী এবং জনপ্রতিনিধিরা।

তবে আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের জন্য এদিনের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা যায়নি দলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কিন্তু শুভেন্দুবাবু উপস্থিত না থাকলেও, ছবি বিক্রির দিক থেকে তিনি যে তৃণমূলের অনেক নেতাকেই টপকে গিয়েছেন, তা কার্যত পরিষ্কার হয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিন তৃণমূলের এই মেগা কর্মসূচি উপলক্ষে শ্যামবাজার থেকে ছবি বিক্রি করতে এসেছিলেন অরবিন্দ সাউ। নানা তৃণমূলের নেতার ছবি পসরা সাজিয়ে বসেছিলেন তিনি। যেখানে একদম প্রথম ছবি বিক্রির দিক থেকে বেশি বিক্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তারপরেই সবথেকে বেশি ছবি বিক্রি হয়েছে নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীর। যাকে ঘিরেই এখন তীব্র হয়ে উঠেছে জল্পনা। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারীকেই নিজেদের নেতা হিসেবে মানতে শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা! আর তাই কি এদিনের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছবির পশরা থেকে শুভেন্দু অধিকারীর ছবি বেশি বিক্রি হল!

অনেকের দাবি, শুভেন্দু অধিকারী লড়াই করে এই জায়গায় এসেছেন‌। তার সাংগঠনিক দক্ষতা নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারে না। যেখানেই তিনি দায়িত্ব নিয়েছেন, সেখানেই তিনি দলকে সাফল্য দেখিয়েছেন। তাই সেদিক থেকে তার মত অবিসংবাদিত নেতাই যে ভবিষ্যতে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে, তা এই ঘটনা থেকে স্পষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ড বলে যে বা যারা যতই দাবি করুক না কেন, এদিনের ঘটনা আবার প্রমাণ করল যে, শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাকর্মীদের মনে জায়গা করে নিয়েছেন। ফলে প্রকাশ্যে অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে দাবি করলেও, শুভেন্দু অধিকারী যে সকলের মনেই রয়েছেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের ছবি বিক্রিতেই পরিষ্কার হয়ে গেল বলে দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!