এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃনমূলের ঘোষণা ‘শুভেন্দু দলের বড় নেতা’ অজানা কারণে সভার সময় পরিবর্তন শুভেন্দুর, জল্পনা!

তৃনমূলের ঘোষণা ‘শুভেন্দু দলের বড় নেতা’ অজানা কারণে সভার সময় পরিবর্তন শুভেন্দুর, জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট  শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমানে শাসকদলের চিন্তার শেষ নেই। তিনি কী করবেন, তার পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে, তা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বাড়লেও, সেভাবে তৃণমূলের পক্ষ থেকে সেই শুভেন্দু অধিকারীর মানভঙ্গ করতে এতদিন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিন্তু এবার সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ সুখেন্দু শেখর রায়।

যেখানে শুভেন্দুবাবুকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির নেতা বলে জানিয়ে দিলেন তিনি। অর্থাৎ শুখেন্দুশেখর রায়ের এই কথাতেই স্পষ্ট যে, এবার শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিতে শুরু করেছে শাসকদল। অর্থাৎ শেষ মুহূর্তে তিনি যাতে দলবদলের মত কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন, তার জন্যই তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্য করা হল বলে মনে করা হচ্ছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, কিছুদিন আগেই রামনগরে কালীপুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, 19 নভেম্বর তিনি রামনগরে এসে সভা করবেন এবং সেই সভা থেকেই তিনি অনেক কিছু বলবেন। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছিল, শুভেন্দু অধিকারী এই সভা থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যতের ব্যাপারে আভাস দিতে পারেন। কিন্তু তার আগেই শুভেন্দু অধিকারী যাতে বড় কোনো সিদ্ধান্ত না নেন, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে এক প্রবীণ সাংসদ তার সঙ্গে আলোচনা শুরু করেন বলে খবর পাওয়া যায়। আর এমত পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বড়সড় দাবি করে বসলেন তৃণমূলের শুখেন্দুশেখর রায়।

এদিন তিনি বলেন, “শুভেন্দু অধিকারী আমাদের দলের বড় নেতা। আমাদের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির সদস্য।” এদিকে আজ শুভেন্দু অধিকারীর রামনগরের সভার দিকে সকলের নজর রয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে যখন তাকে বড় নেতা বলে দাবি করা হল, তখন রামনগরে শুভেন্দু অধিকারীর সভার সময় বদল ঘিরে জল্পনা বাড়তে শুরু করল‌। জানা গেছে, রামনগরে এই সভার সময় বেলা এগারোটা থাকলেও, তা পিছিয়ে বেলা দুটো করা হয়েছে।

আর এখানেই একাংশ বলছেন যে, এবার হয়ত শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব ধীরে ধীরে মিটতে শুরু করবে। সমবায়ের অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী রামনগর থেকে অনেক মন্তব্য করবেন বলে জানালেও, তৃণমূলের সঙ্গে তার বর্তমানে আলোচনা তৈরি হয়েছে এই খবর সামনে আসায় তিনি আদৌ সেরকম কোনো মন্তব্য করবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। স্বভাবতই এখন শুভেন্দু অধিকারীর আজকের সভা এবং তার পরিপ্রেক্ষিতে বঙ্গ রাজনীতিতে কোনো প্রভাব পড়ে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!