এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > বিশিষ্টদের ক্ষোভেই পদক্ষেপ? বিদ্যাসাগরে ভর করে তৃণমূলে স্বমহিমায় ‘প্রত্যাবর্তন’ শুভেন্দুর?

বিশিষ্টদের ক্ষোভেই পদক্ষেপ? বিদ্যাসাগরে ভর করে তৃণমূলে স্বমহিমায় ‘প্রত্যাবর্তন’ শুভেন্দুর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের মধ্যে দিয়েই তৃণমূলের ভোটব্যাঙ্ক শক্ত করতে আবার ময়দানে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী? লকডাউনের পরিস্থিতিতে সেভাবে কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে। একাধিক জেলায় দলের সংগঠনকে মজবুত করার দায়িত্ব তার কাঁধে থাকলেও, তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বর্তমানে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব পড়েছে সেই শুভেন্দু অধিকারীর কাঁধে। আর এরপরেই জল্পনা ছড়িয়ে পড়েছে যে, এবার হয়ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে ঝাড়গ্রামে পা রেখে নিজের সাংগঠনিক কাজকে এগিয়ে নিয়ে যাবেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো তম জন্মজয়ন্তী উপলক্ষে গত 26 অক্টোবর ঝাড়গ্রামের প্রধান রাস্তায় ওল্ড সেটেলমেন্ট মোড়ে একটি মূর্তি বসানো হয়েছিল। কিন্তু বর্তমানে সেই মূর্তির মুখ বাঁধা রয়েছে। যার ফলে এলাকার বিশিষ্ট মানুষেরা এই ব্যাপারে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছিলেন। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এভাবে মুখ বেঁধে রেখে অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তারা।

এমনকি কিছুদিন আগেই বিদ্যাসাগর স্মরন সমিতির ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়ে সেই মূ্র্তির মুখ যাতে খুলে দেওয়া হয়, তার জন্য আবেদন জানানো হয়। আর এরপরই গত 8 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির মাথার উপর আচ্ছাদন লাগানো হয়। মূর্তিটি নতুন করে রং করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, গত 17 ডিসেম্বর এই মূর্তির আবরণ উন্মোচনের কথা ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু সেদিন ঝাড়গ্রামে তিনি আসতে পারেননি। তবে এবার শুভেন্দু অধিকারী জেলায় এসে এই মূর্তি উন্মোচন করবেন বলে আশা করছেন অনেকেই। এদিন এই প্রসঙ্গে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “মূর্তিটি উদ্বোধনের জন্য পরিবহন মন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। উনি এখনও সময় দেননি। ওনার সঙ্গে যোগাযোগ করে সময় চাওয়া হবে।”

এদিকে এই ব্যাপারে জেলা তৃণমূলের এক নেতা বলেন, “মাসের-পর-মাস বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি প্রকাশ্য রাস্তায় মুখ বাধা অবস্থায় থাকায় বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তাই যত শীঘ্র সম্ভব মূর্তিটির আবরণ উন্মোচনের জন্য দলের তরফে বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।” এখন শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামের মাটিতে কবে পা রাখেন এবং কবে বিশিষ্টদের ক্ষোভ প্রশমিত করে তার হাত ধরে উন্মোচিত হয় বিদ্যাসাগরের মূর্তি, তার দিকেই নজর রয়েছে সকলের।

কেননা বিধানসভা নির্বাচনের আগে যদি এই বিদ্যাসাগরের বন্ধন খুলে দেওয়া না হয়, তাহলে সমাজের বিশিষ্টজনদের ক্ষোভ শাসকদলের বিরুদ্ধে আরও বাড়বে। তাই সেই ক্ষোভ প্রশমিত করতে এখন জেলা প্রশাসন এবং তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে এনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করতে চাইছে। এখন গোটা পরিস্থিতি কবে সম্পন্ন হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!