এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূলে ফিরতে চাইছেন দলের হেভিওয়েট নেত্রী, কি বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির?

তৃণমূলে ফিরতে চাইছেন দলের হেভিওয়েট নেত্রী, কি বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনে পরাজয়ের পর তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে গেরুয়া শিবিরে। একের পর এক নেতা-নেত্রী-কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যাবার ইচ্ছা প্রকাশ করছেন। গতকাল তৃণমূলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন সোনালী গুহ। আর আজ তৃণমূলের ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি নেত্রী সরলা মুর্মু। এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, এতে দলের কোন সমস্যা হবে না।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে মালদহের হবিবপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল সরলা মুর্মুকে। কিন্তু তাঁর এই আসন পছন্দ হয়নি। অন্য কোন কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। তবে, দল তা না মানায়, তৃণমূল ত্যাগ করেন তিনি। এরপর তিনি যোগদান করেন বিজেপিতে। তবে, বিজেপিতে থেকেও খুব একটা সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি সরলা মুর্মুকে। এবার নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ আবেদন রেখেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, পুরনো দল তৃণমূলে তিনি ফিরতে চান। ভুল বুঝিয়ে বিজেপি তাঁকে দলে নিয়েছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তাই তিনি দলে ফিরতে চাইছেন। দলের জেলা নেতৃত্বকে বিষয়টি তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকেও প্রয়োজনে জানাবেন তিনি। তৃণমূলের যখন যেখানে প্রয়োজন হবে, সেখানেই তিনি দলের পাশে দাঁড়াবেন।

সরলা মুর্মুর তৃণমূলে ফিরে যাবার এই সিদ্ধান্ত প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, নির্বাচনের আগে হাজার হাজার মানুষ বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁরা আশা করেছিলেন বিজেপি জয়লাভ করবে। তাঁরা টিকিট পাবেন। সেটা কোন কারণে হয়নি। এখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পারছেন বলে, দাবি করছেন। তাঁরা ভুল বুঝতে পেরেছেন কিনা? তা তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে, এতে দলের কোন সমস্যা নেই। বিজেপির জেতার সম্ভাবনা ছিল বলেই অনেককে দলে জায়গা দেওয়া হয়েছিল। তাঁরা কি কারনে বিজেপিতে এসেছিলেন? আর কি কারণে বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন? তা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!