এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় ধাক্কা খেতে চলেছে মুকুল-অর্জুন, ভাটপাড়া ধরে রাখতে পারলো না বিজেপি?

বড়সড় ধাক্কা খেতে চলেছে মুকুল-অর্জুন, ভাটপাড়া ধরে রাখতে পারলো না বিজেপি?


বড়সড় ধাক্কা খেতে চলেছেন মুকুল রায় এবং অর্জুন সিং সৌজন্যে তৃণমূল। লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের একনিষ্ঠ সৈনিক মুকুল রায়ের হাত ধরে হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি, ভাটপাড়া, পৌরসভা দখল করেছিল গেরুয়া শিবির। আর এর পরেই একের পর এক বিধায়ক নেতা নেত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের গুঞ্জন চারিদিকে ছেয়ে গিয়েছিল। যার জেরে নিজেদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে ঘাসফুল শিবির।

একে একে কাঁচরাপাড়া, বনগাঁ, হালিশহর, নৈহাটি পুরসভা নিজেদের দখলে নিয়ে নেয় এবার অর্জুনকে ঘরে নিজেদের আধিপত্য বজায় রাখতে নতুন করে ঘিতি সাজাতে শুরু করলো শাসক শিবির।

বর্তমান বিজেপি পরিচালনার ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে পুরো বোর্ডের স্বাস্থ্য বিভাগের জঞ্জাল অপসারণ বিভাগের চেয়ারম্যান কাউন্সিল মদনমোহন ঘোষকে। তাদের জায়গায় দায়িত্ব দেয়া মোহনদাস ও দূর্বা ভট্টাচার্যকে।
জানা যাচ্ছে এই দুজনকে উপর থেকে সরিয়ে দেয়ায় তারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতৃত্বের উপর এবং তৃণমূলে ফিরছেন। যদিও পদ থেকে সরিয়ে দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন দুজনেই। তাদের বক্তব্য তারা নিজেরাই প্রত্যেক ইস্তফা দিয়েছেন। যা নিয়ে জল্পনা ছিলই। আজ সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।

 

জানা যাচ্ছে আজ ভাটপাড়া পুরসভার ১৭ জন কাউন্সিলর ফিরছেন তৃণমূলে – তৃণমূল ভবনে তাঁরা যোগ দেবেন । পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ও ২৪ পরগনা জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই আজ কাউন্সিলর ঘরে ফিরবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত পুজোর আগেই জ্যোতিপ্রিয়বাবু দাবি করেছিলেন পুজোর পরে ভাটপাড়া ওদের থেকে ছিনিয়ে নেব, বেশিদিন রাজনীতি চলবে না। আর দেখা গেল নভেম্বরের শুরুতেই ভাটপাড়া ফের তাদের হাতে চলে আসছে। বড়সড় ধাক্কা খেতে চলেছেন অর্জুন সিং ও মুকুল রায়।

প্রসঙ্গত লোকসভা ভোটে দাঁড়ানোর সময় নিজের চেয়ারম্যান পদ ছেড়ে সেই চেয়ারে বসে ছিলেন ভাইপো সৌরভ সিং কে। ১৭ জন কাউন্সিলর যদি তৃণমূল ভবনে যোগদান করেন তাহলে ভাটপাড়া পৌরসভা ও তৃণমূলেরই হবে।

কেননা এখানে আসন সংখ্যা ৩৫, অর্জুন সিং সাংসদ হওয়ার পর তার কাউন্সিলর এর পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। ভিম সিং নামক এক কাউন্সিলর এর মৃত্যু হয়েছে। বামেদের দখলে আছে আরেকটি। ফলে ১৭ জন কাউন্সিলর সমর্থন করলে এই পুরসভা তৃণমূলের হবে। এই নিয়ে যদ ও এখনো পর্যন্ত মুখ খোলেননি বিজেপি নেতৃত্ব এবং অর্জুন সিং.

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!