এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল ত্যাগীদের প্রতি তাৎপর্যপূর্ণ বার্তা তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থীর

তৃণমূল ত্যাগীদের প্রতি তাৎপর্যপূর্ণ বার্তা তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থীর

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে বারবার ভাঙ্গন দেখা যাচ্ছে, দলের বহু হেভিওয়েট তৃণমূল ছেড়ে যোগদান করেছেন মূলত বিজেপিতে। হাজার চেষ্টা করেও দলের ভাঙ্গন রোধ করতে পারছেন না দলের শীর্ষ নেতৃত্ব। এবার এই দল ত্যাগীদের প্রতি বিশেষ বার্তা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক। গতকাল অভিনেতা কাঞ্চন মল্লিক জানালেন যে, যারা তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন, আগামী ২ রা মের পর তাঁরা কান ধরে আবার দলে ফিরবেন।

গতকাল নির্বাচনী প্রচারে বক্তব্য রেখেছিলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনেতার সঙ্গে মঞ্চে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল অভিনেতা নিজের সম্পর্কে জানালেন, তিনি বাইরে রোগা, কিন্তু ভেতরে তিনি দারোগা। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপাড়া থেকে নির্বাচনে লড়াই করছেন তিনি। জনতার উদ্দেশ্যে তিনি জানালেন, তিনি একবারই মরবেন। কেউ যদি তাঁকে মারে, তবে এখানেই তাঁকে মেরে দেখাক। নিজের উদ্দেশ্যে তিনি আরও জানালেন, তিনি কোনো নেতা নন, দলের তিনি একজন সাধারণ কর্মী মাত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই অভিনেতা জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মাথা উঁচু করে বাঁচতে পারেন, তেমনি মাথা নিচু করে শিখতেও পারেন। দল ছাড়াদের কটাক্ষ করে তিনি জানালেন, যারা মাথা নিচু করে শিখতে পারেন না, তাঁরা দল ছেড়ে চলে গেছেন। তিনি জানালেন যারা দল ছেড়ে চলে গেছেন, তাঁরা কান ধরে আবার দলে ফিরে আসতে চাইবেন। তিনি জানালেন, ২ রা মের পর সমস্ত কিছু মিলিয়ে দেখতে।

তবে দল থেকে চলে যাওয়ারা, যাতে তৃণমূলে আবার স্থান না পান, তার আবেদন করবেন তিনি। গতকাল দল ত্যাগীদের প্রতি এমনই কঠোর বার্তা দিলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। তাঁর এই বক্তব্যের ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!