এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের সাধের সংখ্যালঘু ভোটেও এবার ‘থাবা’ বসিয়ে রাজ্য-রাজনীতি আরও জমিয়ে দিল গেরুয়া শিবির

তৃণমূলের সাধের সংখ্যালঘু ভোটেও এবার ‘থাবা’ বসিয়ে রাজ্য-রাজনীতি আরও জমিয়ে দিল গেরুয়া শিবির


“রাজ্যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করছে। হিন্দুত্বের ধ্বজা ধরে মুসলমানদের সর্বনাশ করতে চাইছে তারা” বলে মাঝেমধ্যেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় রাজ্যের তৃণমূল নেতাদের। সংখ্যালঘু সমাজের অনেকটা সমর্থন এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের কিছুটা হলেও মুখ রক্ষা করেছে। তবে হিন্দু ভোটের বেশিরভাগটাই বিজেপির দিকে চলে যাওয়ায় দুই থেকে বেড়ে বিজেপির আসন সংখ্যা হয়েছে আঠারো।

কিন্তু বিজেপির নেক্সট টার্গেট বাংলার 2021 এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল। ফলে সেদিক থেকে তাদের তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে হলে সংখ্যালঘু ভোটব্যাংকের দিকেও নজর দিতে হবে। বস্তুত, বর্তমানে সারা দেশের পাশাপাশি বাংলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযান চলছে। আর সেই সদস্য সংগ্রহ অভিযানে সমাজের সর্বস্তরের মানুষকে নিজেদের দলের সদস্য করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির।

কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে সদস্যতার যে ‘টার্গেট’ রাজ্য বিজেপিকে দেওয়া হয়েছে, তা অনেক আগেই পূরন করা হয়েছে। বর্তমানে রাজ্য বিজেপির সদস্য সংখ্যা ৮০ লক্ষেরও বেশি। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ১ কোটি সদস্য তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। তবে এই ৮০ লাখের মধ্যে ৪ লাখ সদস্যই সংখ্যালঘু বলে এবার আশাজনক দাবি করল রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপির সংখ্যালঘু মোর্চার এই দাবি যদি সত্যি হয়, তাহলে আগামী দিনে সংখ্যালঘুদের ভোটব্যাংককে থাবা বসাতে খুব একটা অসুবিধা হবে না গেরুয়া শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত 22 আগস্ট বিজেপির পর্যন্ত সংখ্যালঘু সদস্য প্রায় ২ লাখ হলেও, বর্তমানে তা প্রায় ৪ লক্ষ বলে দাবি করেছেন সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হাসান। মূলত এবারের লোকসভা নির্বাচনের পরেই রাজ্য তথা সারা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান প্রক্রিয়া শুরু হলে তাতে সব থেকে বেশি সাফল্য পায় পশ্চিমবঙ্গ।

তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের সম্পদ বলে পরিচিত সংখ্যালঘুদের প্রায় 4 লক্ষ সদস্য বিজেপিতে যুক্ত হয়েছেন বলে বিজেপি সংখ্যালঘু মোর্চা নেতৃত্বের দাবি গেরুয়া শিবিরের মনেপ্রাণে অনেকটাই অক্সিজেন যোগাতে শুরু করেছে। কিন্তু ঠিক কিভাবে বিজেপি এত প্রভূত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাদের দিকে টানতে সক্ষম হল!

একাংশের দাবি, বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্যরা রাজ্যের মুসলমান জনজাতিকে এন আর সি এবং নাগরিকত্ব আইন নিয়ে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করার পাশাপাশি জম্মু ও কাশ্মীরের আর্টিকেল ৩৭০ এবং ৩৫A নিয়ে মোদী সরকারের পদক্ষেপকে মুসলমান সমাজে ব্যাখ্যা করছে।

শুধু তাই নয়, তিন তালাক বিষয়েও সংখ্যালঘু মোর্চা নরেন্দ্র মোদী সরকারের বক্তব্য বাংলার মুসলমান সমাজের কাছে পৌঁছে দিতে চাইছে। যা নিয়ে বর্তমানে জোর প্রচার চালানো হচ্ছে। আর এই সমস্ত বিষয়কে কাজে লাগিয়েই এবার বাংলায় সংখ্যালঘুদের বিপুলসংখ্যক মানুষ বিজেপিতে যুক্ত হচ্ছেন। যা তৃনমূলের কাছে বড় চিন্তার কারণ বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!