এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতে ভোটগ্রহণ একদিনেই করতে চায় শাসকদল তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েতে ভোটগ্রহণ একদিনেই করতে চায় শাসকদল তৃণমূল কংগ্রেস

আদালতের রায়ের ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পর্বের দিন একদিন অন্তত বাড়াতে হবে। ফলে সম্পূর্ণ বদলে যেতে চলেছে পঞ্চায়েতের নির্বাচনী নির্ঘন্ট। কেননা নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থেকে সুরে করে ন্যূনতম ২১ দিন ও সর্বোচ্চ ৩৫ দিনের মধ্যে ভোটগ্রহণ শেষ করতে হবে। এদিকে সামনেই আসছে রমজান মাস আর তারপরেই বর্ষা। তাই পরিবর্তিত সূচি কি হতে পারে তা নিয়ে আলোচনা করতে প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলকে দুই সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশন আলাদা আলাদা করে দেখা করতে বলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী নির্বাচন কমিশনে যান। সেখানে পার্থবাবু জানান, রমজানের আগেই ভোট শেষ করা জরুরি, কারণ তারপরেই বর্ষা। মনোনয়নের দিনক্ষণ নির্ধারিত হয়ে গিয়েছিল। আদালতের দ্বারস্থ হওয়ায় তা বিলম্বিত হয়েছে, আর বিলম্ব না করে দ্রুত নির্বাচন শেষ করা জরুরি। প্রয়োজনে একদিনে ভোট করা হোক, তাহলে রমজানের আগে ভোট ও ভোটগণনা- সবই সেরে ফেলা যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!