এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের ডিভোর্স হবে, ২০১৯ এই ফিনিশ হবে, দাবি বিজেপি নেতার

তৃণমূলের ডিভোর্স হবে, ২০১৯ এই ফিনিশ হবে, দাবি বিজেপি নেতার

“টাকা কামানো নিয়ে বিবাদের জেরেই বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে মেয়রের দাম্পত্য জীবন। স্ত্রী-র বিরুদ্ধেও তিনি মামলা করেছেন। একজন কাউন্সিলর, মেয়র, বিধায়ক, মন্ত্রী এবং দলের জেলা সভাপতির যদি এই অবস্থা হয় তাহলে সমগ্র তৃণমূল কংগ্রেসের কী অবস্থা হতে পারে” এদিন গোপীবল্লভপুরের একটি সভায় রাজ্য বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বাক্যবাণে এইভাবেই আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়কে। “খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ডিভোর্স হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের।” শোভন চট্টোপাধ্যায়ের দাম্পত্য জীবনের সমস্যাকে কৌতুক করে এদিন এমনই মন্তব্য করেন জয়। এছাড়াও এদিন তিনি খুব জোর দিয়েই বলেন, “রাজনৈতিক বিশেষজ্ঞরা ২০২১ পর্যন্ত সময় দিয়েছেন। কিন্তু, আমি বলছি ২০১৯-এই ফিনিস হয়ে যাবে তৃণমূল।” সূত্রের খবর এদিন ওই এলাকার প্রায় ১০০ জন সহ রাধাকান্ত কপাত ও গণেশ্বর মন্ডল নাম দুই পঞ্চায়েত সদস্য বিজেপির ছত্রতলে আসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!