এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি ঝড় তত্বকে নস্যাৎ করে বড় জয় তৃণমূলের

বিজেপি ঝড় তত্বকে নস্যাৎ করে বড় জয় তৃণমূলের

রাজ্যে বিজেপি ঝড় উঠেছে আর তাই শাসকদল কিছুটা হলেও অস্বস্তিতে এই তত্বকে নস্যাৎ করে এবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বড় জয় পেল তৃণমূল৷ জানা গেছে এখানে মোট ৯ টি আসন ছিল আর তার মধ্যে ৮ টিতে কোন বিরোধী প্রার্থী ছিল না৷ তাই ওই ৮ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা৷ আর বাকি একটি আসনে বিরোধী প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছে তৃণমূল। আর তাই এসজেডিএ-র চেয়ারম্যান হয়েছেন সৌরভ চক্রবর্তী৷ স্বাভাবিকভাবেই এই জয় নিয়ে খুশি তৃণমূল। সৌরভবাবু জানান, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় দলের মনোবল বাড়িয়ে দেবে৷’’অন্যদিকে বিরোধীরা এই নির্বাচন নিয়ে খুশি নন। তারা অভিযোগ করেছেন যে এই ভোট বিরোধীদের দাঁড়াতে দেওয়া হয়নি। এদিন এই নিয়ে বিজেপির উত্তরবঙ্গের সহ আহ্বায়ক দীপেন প্রামাণিক বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের মহড়া হিসেবে এই নির্বাচনকে ব্যবহার করা হয়েছে। বিরোধীদের দাঁড়াতে দেয়নি।’’ যদিও বিরোধীদের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!