এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নারী নির্যাতনের পরেও নীরব প্রধানমন্ত্রী, মিছিলে ঝড় তুলল তৃণমূলের প্রমীলা বাহিনী

নারী নির্যাতনের পরেও নীরব প্রধানমন্ত্রী, মিছিলে ঝড় তুলল তৃণমূলের প্রমীলা বাহিনী


ভারতের দিকে দিকে নারীরা নির্যাতিতা হচ্ছেন দিনের পর দিন অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা নিয়ে কার্যত নীরব। বিশেষ করে কাঠুয়া ও উন্নাও কাণ্ডের পরে নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে বলে অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। আর তাই এসবের পরিপ্রেক্ষিতে এবার রাস্তায় নেমে প্রতিবাদে মুখর হল তৃণমূলের প্রমীলা বাহিনী। আজ এসবের প্রতিবাদে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুরসভার স্পিকার মালা রায়, মন্ত্রী শশী পাঁজা, রাজ্যসভার সাংসদ দোলা সেন প্রমুখ শীর্ষনেত্রীদের নেতৃত্ত্বে এই মিছিল হয়। মিছিল থেকে স্লোগান ওঠে – উন্নাও থেকে কাঠুয়া, আর কাঠুয়া থেকে মোদীর নিজের রাজ্য সুরাত। নারী নির্যাতন কিংবা নাবালিকা ধর্ষণ করে হত্যার ঘটনা ক্রমবর্ধমান। মোদী সরকার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ, এমনকি দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে – এমন বিস্ফোরক অভিযোগ করা হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!