বিরোধীদের প্রতিরোধের সামনে “কোণঠাসা” তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে চোপড়ায় ভরসা শুভেন্দু অধিকারী কলকাতা মেদিনীপুর রাজ্য March 24, 2019 গত পঞ্চায়েত নির্বাচন থেকেই বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হতে দেখা গিয়েছিল চোপড়াকে। লক্ষ্মীপুর, দাসপাড়া, ঘিরনিগাওয়ে পঞ্চায়েতের সংঘর্ষ মনে পড়লে এখনও গা কাঁটা দেয় এখানকার অনেক মানুষেরই। জানা গেছে, বিরোধীদের দাপটে এখন লক্ষীপুর পঞ্চায়েত অফিসে শাসকদলের অনেক নির্বাচিত সদস্যরাই ঢুকতে পারছেন না। ফলে এহেন একটা পরিস্থিতিতে কার্যত এই চোপড়াতে প্রায় এক ঘরে হয়ে যাওয়া শাসক দল তৃণমূল কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে ফের ঘুরে দাড়াতে মরিয়া হয়ে উঠেছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এক চোপড়া বিধানসভা এলাকাটির দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে তৃণমূলের দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে আজ সেই চোপড়াতেই সভা করতে আসছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী চোপড়াতে এসে দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে নতুন কোনো টনিক দেন কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এখানকার তৃনমূলের নিচুতলার কর্মী সমর্থকরা। জানা গেছে, এদিনের এই কর্মীসভায় চোপড়ার হাইস্কুল মাঠে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারীর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য, দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাই সহ অন্যান্যরা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এই সভা থেকেই শুভেন্দুবাবু বিরোধীদের উদ্দেশ্যে কোনো কঠোর হুঁশিয়ারি মূলক বার্তা দেবেন বলে আশাবাদী স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। এদিন এই প্রসঙ্গে চোপড়ার তৃনমূল বিধায়ক হামিদুল রহমান বলেন, “শুভেন্দু অধিকারীর এই কর্মীসভার জন্য প্রতিটি বুথ থেকেই কর্মীরা গাড়ি করে আসবে। সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা চোপড়া থেকে দলীয় প্রার্থীকে 50 হাজার ভোটে লিড দেব। আর তা যদি না দিতে পারি তবে রাজনীতি ছেড়ে দেব। এলাকায় ব্যাপক সন্ত্রাস করছে বিরোধীরা। আমরা মনে করি কয়েকজনকে গ্রেপ্তার করলেই সব ঠান্ডা হয়ে যাবে। শুভেন্দুদা যা পরামর্শ দেবেন আমরা সেই মতই এগোবো।” শুভেন্দু অধিকারীর সভা কে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস এদিন এই প্রসঙ্গে চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি অশোক রায় বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে দাসপাড়ায় সভা করে শুভেন্দুবাবু প্ররোচনামূলক ভাষণ দিয়েছিলেন। তার পরিণাম সকলে দেখেছে। এবারও তিনি এলাকা গরম করতে আসছেন। মানুষ আর তৃণমূলকে চাইছে না।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে সেখানে বিরোধীদের অনেকটা কোণঠাসা করে দিলেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া এখনও পর্যন্ত বিরোধীদের দাপটে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে শাসক দলের কর্মী-সমর্থকদের। তাই আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে চোপড়াতে সভায় এসে তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে ও বিরোধীদের দমিয়ে দিতে তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী ঠিক কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -