এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের তৃণমূলের ঘর ভাঙল বিজেপি, প্রবল অস্বস্তিতে শাসকদল

ফের তৃণমূলের ঘর ভাঙল বিজেপি, প্রবল অস্বস্তিতে শাসকদল

লোকসভা নির্বাচনে বিজেপি এবার বাংলায় অভূতপূর্ব ফলাফল করেছে। 42 টির মধ্যে 18 টা আসন নিজেদের দখলে রেখে শাসক দল তৃণমূলের ঘাড়ে ক্রমাগত নিশ্বাস ফেলতে শুরু করেছে তারা। আর শুধু নির্বাচনে ভালো ফলাফল করাই নয়, ফলাফল প্রকাশের পর দিন থেকেই শাসকদলের ঘর ভাঙতে শুরু করেছে গেরুয়া শিবির।

দিকে দিকে তৃণমূলের হেভিওয়েট নেতা, বিধায়ক কাউন্সিলররা গেরুয়া শিবিরের উত্তরীয় নিজেদের গলায় পড়ে নিচ্ছেন‌। এমনকি কিছুদিন আগে রাজ্যের প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সিংহভাগ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলে সেই জেলা পরিষদের ক্ষমতাও বিজেপির দিকে চলে যায়।

আর এই পরিস্থিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলায় শাসকদলের সংগঠনে ধ্বস নামিয়ে সেখানে পদ্মের চাষ শুরু করল বিজেপি। সূত্রের খবর, শনিবার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে কোলাঘাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন।

যেখানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির অন্যতম হেভিওয়েট নেত্রী ভারতী ঘোষ এবং তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়ক।

এদিকে এদিন একদা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকা প্রাক্তন আইপিএস অফিসার তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে প্রচুর কর্মী সমর্থককে বিজেপিতে স্বাগত জানিয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। ভারতী ঘোষ বলেন, “পুলিশকে সামনে রেখে এই তৃণমূল সরকারটা চলছে। একদিন পুলিশকে তুলে দিলে এই সরকার পড়ে যাবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যজুড়ে কাটমানি ইস্যুতে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বাড়িতে যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, তা নিয়েও এদিন সরব হন ভারতী ঘোষ। তিনি বলেন, “কাটমানি ফেরতের দাবিতে পাড়ায় পাড়ায় বিজেপির বিক্ষোভ চলবে। রাজ্যের সব জায়গায় চৌকিদার তৈরি হয়ে গেছে। সেই চৌকিদার চোরকে ধরার জন্য রাস্তায় রাস্তায় নেমেছে। আপনি (মুখ্যমন্ত্রী) দিন গুনতে শুরু করে দিন। আপনার সময় শেষের মুখে। আমরা 2020 তে পুরসভার ভোটে সমস্ত হিসেব বুঝিয়ে দেব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এতদিন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এদিন ভারতী ঘোষের হাত ধরে সেই জেলাতেও তৃণমূল ছেড়ে প্রচুর কর্মী সমর্থক গেরুয়া শিবিরের যোগদান করায় কিছুটা উজ্জীবিত হতে দেখা গেছে গেরুয়া শিবিরকে। আর তাইতো এই যোগদান পর্ব থেকেই তৃণমূল নেত্রীকে বিভিন্ন ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল ভারতী ঘোষকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!