বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন দল ভাঙানোর কাজে নেমে পড়েছেন অর্জুন সিং, বিজেপিতে যোগ শ-পাঁচেক তৃণমূল কর্মীর কলকাতা নদীয়া-২৪ পরগনা রাজ্য March 21, 2019 বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। আর তাঁর যোগদানের পর থেকেই বিজেপি দাবি করছে যে ভাটপাড়া সমেত গোটা ব্যারাকপুরে বড় সংখ্যক ভোটে জিতবে বিজেপি। কিন্তু জমি ছাড়তে নারাজ তৃণমূলও। তারাও দাবি করেছে যে শুধু অর্জুনই গেছে আর কেউ যাবে না। আর অর্জুন সিঙ্গার কয়েকজন অনুগামীকেও তৃণমূল নিজের দলে টেনে নিয়েছে। কিন্তু এদিন ফের তৃণমূলের ঘর ভাঙলেন অর্জুন সিং। বুধবার অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শ-পাঁচেক তৃণমূল কর্মী। তাঁরা অর্জুন অনুগামী বলে পরিচিত। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ফলে বিজেপির দাবি যে আস্তে আস্তে অর্জুনের হাত ধরে বারাকপুরে বিস্তীর্ণ এলাকায় বিজেপি শক্তিশালী হয়ে উঠছে। প্রসঙ্গত, এদিন নৈহাটির মামুদপুর ও আমডাঙা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে কর্মীরা। দল পরিবর্তন করে তাঁরা জানিয়েছেন, তৃণমূলে যোগ্য মর্যাদা পাচ্ছিলেন না বলেই এই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আর এই দলবদলের ফলে যে অর্জুন সিং এর গুরুত্ত্ব যে কতটা তা আবার প্রমান হলো বলেই মত বিজেপির। আপনার মতামত জানান -