এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের চোখে চোখ রেখে কে লড়াই করবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে?প্রার্থী নিয়ে চিন্তাভাবনা বিজেপির

তৃণমূলের চোখে চোখ রেখে কে লড়াই করবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে?প্রার্থী নিয়ে চিন্তাভাবনা বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বড়োসড়ো জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৬ মাসের মধ্যে নির্বাচনে জিতে আসতেই হবে মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ভবানীপুরে। প্রত্যাশামতো ভবানীপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভবানীপুরের প্রার্থী না দেবার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এরপর ভবানীপুর থেকে সিপিএমের প্রার্থী করা হয়েছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনও প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

তবে, ভবানীপুরে পর্যবেক্ষক করে পাঠানো হলো বিজেপি সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি নেতা সঞ্জয় সিংকে। জানা যাচ্ছে ভবানীপুরের সমস্ত ওয়ার্ডের দায়িত্বে একজন করে বিজেপি বিধায়ক থাকবেন। তবে এখনো পর্যন্ত ভবানীপুরে প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেনি বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এখনো পর্যন্ত ৬ জন প্রার্থীর নাম স্থির করেছে বিজেপি। যারা হলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি নেতা অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা।

এদের মধ্যে থেকেই কোন একজনকে প্রার্থী হিসেবে বেছে নেয়া হবে, বলে জানা যাচ্ছে। আগামীকালই প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে বলে, জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে ভবানীপুরে একেবারে তেড়ে-ফুঁড়ে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রার্থী ঘোষণার পর আজ চেতলায় প্রথম কর্মী সভায় যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখান থেকে বিজেপিকে দিলেন একের পর এক হুঁশিয়ারি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!